সমস্ত রেকর্ড ভেঙে বাংলায় বেলাগাম করোনা! লাফিয়ে বাড়ছে সংক্রমণ-মৃত্যু

সমস্ত রেকর্ড ভেঙে বাংলায় বেলাগাম করোনা! লাফিয়ে বাড়ছে সংক্রমণ-মৃত্যু

 

কলকাতা: ভোটের মরশুমে হু হু করে বাড়ছে করোন সংক্রমণ৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মইনুল হক৷ করোনা আক্রান্ত হয়েছেন কবি শঙ্খ ঘোষ৷ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট সমস্ত রাজনৈতিক দলগুলিকে কোভিডবিধি মেনে প্রচারের নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশের পর সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ বুধবার অতীত সব রেকর্ড ভেঙে দিল বাংলার দৈনিক করোনা সংক্রমণ৷ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৭৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ যা আগের দিনের থেকে প্রায় ১৬ হাজার বেশি৷ এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ৷ আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ১২৩ জন৷  এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮ জনের। যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার  কবলে পড়েছেন ৫,৮৯২ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৬০১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,২৭৭ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৩৭। হাওড়ায় একদিনে আক্রান্ত ৩৩০ জন৷ উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বীরভূমে৷ সেখানে একদিনে আক্রান্ত ৩২৯ জন৷ পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় কোভিড আক্রান্তের সংখ্যাও বেড়েছে দার্জিলিংয়ে৷ ২৪ ঘণ্টায় সেখানে ১০৯ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস৷ ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন৷

গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও৷ বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২ হাজার ৬২১। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণ৷ গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ২৪ জন৷ এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ৷ তবে করোনা ভাইরাস সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই৷ গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২২৯৭ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন করোনাজয়ী। উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হার গতকালের তুলনায় ফের কমল৷ বর্তমানে ৯৩.১৬ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪৬৩ জনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =