শিয়ালদহ না হাওড়া? বিনা টিকিটের যাত্রীর সংখ্যা বেশি কেন শাখায়?

কলকাতা: দিনে দিনে বেড়েই চলছে লোকাল ট্রেনে বিনা টিকিটে সফর করার প্রবণতা৷ জানেন, পূর্ব রেলে ঠিক কত যাত্রী বিনা টিকিটে সফর করেন? চমকে দেবে পূর্ব…

ticketless passengers

কলকাতা: দিনে দিনে বেড়েই চলছে লোকাল ট্রেনে বিনা টিকিটে সফর করার প্রবণতা৷ জানেন, পূর্ব রেলে ঠিক কত যাত্রী বিনা টিকিটে সফর করেন? চমকে দেবে পূর্ব রেলের পরিসংখ্যান৷

ভারতীয় রেলের অন্যতম গুরুত্বপূর্ণ জোন পূর্ব রেলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ডিভিশন হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ৷ দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন৷

পূর্ব রেলের অভ্যন্তরীণ তথ্য বলছে, প্রতিদিন হাওড়া ডিভিশনের চেযে কয়েকগুণ বেশি যাত্রী শিয়ালদহ ডিভিশন থেকে লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে থাকেন৷ তুলনায় হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের যাত্রী সংখ্যা কম হলেও বিনা টিকিটের যাত্রী সংখ্যা শিয়ালদহ ডিভিশনের চেয়ে হাওড়া ডিভিশনে বহুগুণে বেশি৷ বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে জরিমানা করে বিপুল অর্থ আয় করে রেল৷

রেলের হিসাব বলছে, শিয়ালদহ ডিভিশনে বৈধ টিকিট নিয়ে যাতায়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রীরা৷ ফলে, জরিমানা খাতে আয় শিয়ালদহ ডিভিশনে তুলনায়ন অনেক কম৷ হাওড়া ডিভিশনে আবার বিনা টিকিটের যাত্রীর সংখ্যা অনেক বেশি৷ জরিমানা করে আয়ও করছে পূর্ব রেল৷

পূর্ব রেল সূত্রে খবর, গত এপ্রিল মাসে পূর্ব রেল ১.৫ লক্ষ বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করেছে৷ জরিমানা বাবদ রেলের আয় হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা৷ গত বছর এপ্রিলে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা ছিল ১ লাখ ৩০ হাজার৷ গতবছর শুধুমাত্র এপ্রিল মাসেই রেলের আয় হয়েছিল প্রায় ৭ কোটি টাকা৷ গত বছরের তুলনায় এবার ১৫ শতাংশ বেড়েছে বিনা টিকিটে যাত্রীর সংখ্যা৷ জরিমানা খাতে রেলের আয়ও বেড়েছে ১২ শতাংশের বেশি৷

রেলের পরিসংখ্যান বলছে, গতমাসে হাওড়া ডিভিশন থেকে জরিমানা বাবদ সবথেকে বেশি আয় হয়েছে৷ জরিমানা বাবদ আয় ৩ কোটি টাকা৷ শিয়ালদহ ডিভিশনে জরিমান বাবদ আয় ১ কোটি ৬৪ লাখ টাকা৷ আসানসোল এবং মালদহ ডিভিশনে জরিমানা বাবদ আয় ২ কোটি ও ৮৬ লাখ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *