কলকাতা: প্রথম মেট্রোর সময়ে পরিবর্তন আনা হয়েছে। সাড়ে আটটার পরিবর্তে আটটা থেকেই চলবে এবার দিনের প্রথম মেট্রো। তবে দিনের শেষ মেট্রোর সময়ে কোনও বদল হয়নি। অর্থাৎ সাড়ে ১১টা অবধি দিনের শেষ মেট্রো মিলবে।
সোমবার থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ১০৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আপ ও ডাউন লাইনে ৫২ জোড়া মেট্রো চালানো হবে।
গত সপ্তাহেই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছিল। কমেছিল দু’টি পরিষেবার মধ্যের ব্যবধানও। বর্তমানে ‘পিক টাইমে’ আট মিনিটের ব্যবধানে চালানো হচ্ছে মেট্রো। সাধারণের সুবিধার্থেই এই সিদ্ধান্ত, জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
কারা কারা মেট্রোয় যাতায়াত করতে পারবেন? স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পশু চিকিৎসক, আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত কর্মী, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, প্রতিরক্ষার সঙ্গে যুক্তদের পাশাপাশি হোম, ব্যাঙ্ক, বিদ্যুৎ, টেলিকম, ইন্টারনেট, স্যানিটেশন, NGO, খাদ্য, বিমা, সাংবাদিক, সাফাইকর্মী, শ্মশানের কর্মীরাও মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এই মুহূর্তে টোকেন চালু করা হচ্ছে না, স্মার্ট কার্ড ব্যবহার করেই যাতায়াত করতে হবে। তবে সে ক্ষেত্রে ID কার্ড দেখানো বাধ্যতামূলক।