১ দিনে আক্রান্ত ৩৪৪! করোনা সংক্রমণের হাইজাম্প বঙ্গে!

১ দিনে আক্রান্ত ৩৪৪! করোনা সংক্রমণের হাইজাম্প বঙ্গে!

কলকাতা: রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে ৩৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গের দৈনন্দিন আক্রান্তের হিসেবে এটা সর্বোচ্চ।

তবে রাজ্যে আগের থেকে করোনায় মৃতের হার কমেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ২২৩ জনের কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। পাশাপাশি অন্যান্য কারণে ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।  রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জানান হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ৩৪৪ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা সংক্রমণের এক নতুন রেকর্ড। এই নিয়ে রাজ্যে মোট ৪,৫৩৬ জন ওই ভাইরাসে আক্রান্ত হলেন।

মৃত ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ২,৫৭৩ জন করোনা আক্রান্ত রাজ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে ৯০ জন বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,৬৬৮। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৩৬.৭৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৯,২৫৬টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে করোনার। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী রাজ্যে ১,৭৫,৭৬৯টি করোনা ভাইরাসের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =