ওসি’র নাকি করোনা, গুজবে মাছি তাড়াচ্ছে থানা! রাতারাতি উধাও থানায় ভিড়

ওসি’র নাকি করোনা, গুজবে মাছি তাড়াচ্ছে থানা! রাতারাতি উধাও থানায় ভিড়

 

মথুরাপুর: করোনা দাপটের মধ্যেও কমতি নেই অপরাধের৷ কিন্তু, কোনও অভিযোগ আসছে না থানায়৷ আচমকা অভিযোগকারীদের ভিড় উধাও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা থেকে৷ কিন্তু, হঠাৎ কী এমন হল, যাতে থানামুখী হচ্ছেন না জমতা৷ কারণ সন্ধানে উঠে আসে অন্য ঘটনা৷

সম্প্রতি গুজব রটে, মথুরাপুর থানার ওসি নাকি করোনা আক্রান্ত৷ এরপর থেকে ফোনের মাধ্যমে আসতে থাকে একের পর এক অভিযোগ৷ থানায় না গিয়ে ফোনের মাধ্যমে অভিযোগ দায়ের ঘটনা বাড়তে থাকায় হিমশিম খেতে হয় পুলিশকে৷ এক পুলিশ আধিকারিক জানান, এই থানার কোনও পুলিশ আক্রান্ত হননি৷ সবাই সুস্থ ও ডাউটি করছেন৷ কিন্তু, কে শোনে কার কথা৷ গুজবের ঠেলায় কার্যন্ত মাঝি তাড়ানোর অবস্থা থানায়৷ যেখানে এতদিন মাছি গলায় দায় ছিল!

থানায় ভিড় কার্যত নেই৷ দু’-তিনজন বসে৷ কেউ কেউ আসছেন, তবে দূর থেকে জানাচ্ছেন অভিযোগ৷ থানায় চেনা ভিড় উধাও হতে দেখে এক অফিসার বললেন, আগে থানায় সকাল থেকেই লোকজনের ভিড় লেগে থাকত৷ তিলধারণের জায়গা হত না৷ এখন উধাও৷ এখন টেলিফোন বেজে চলেছে অহরহ৷ ফোনে সবাই অভিযোগ জানাচ্ছেন৷ অনেকে জানতে চাইছেন বড়বাবু কেমন আছেন৷ তাঁর কি করোনা হয়েছে? থানা থেকে বারবার বলার চেষ্টা করা হচ্ছে, ওসি’র করোনা হয়নি৷ পুরোটাই গুজব৷ ফোনে অভিযোগ জানালে তা মৌখিক হিসেবেই থেকে যায়, কাগজে-কলমে হয় না৷ কেস লিখতে হলে অভিযোগকারীদের সাফ জানিয়ে দেওয়া হচ্ছে থানার তরফে৷  সূত্রের খবর, থানায় আগে প্রতিদিন জেনারেল ডায়েরি হতো ৫০ থেকে ৭০টি, এখন তা কমে দাঁড়িয়েছে ১০-২০টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =