সকাল থেকেই শহরের রাস্তায় বাসের আকাল, হঠাৎ কী হল কলকাতায়

কলকাতা:  আগামীকাল, রবিবার একুশে জুলাই।  লোকসভা নির্বাচনে বড়সড় জয়ের পর প্রথম বড় সমাবেশ তৃণমূলের। উত্তরবঙ্গ সহ রাজ্যের দূরবর্তী জেলাগুলি থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন দলের…

কলকাতা:  আগামীকাল, রবিবার একুশে জুলাই।  লোকসভা নির্বাচনে বড়সড় জয়ের পর প্রথম বড় সমাবেশ তৃণমূলের। উত্তরবঙ্গ সহ রাজ্যের দূরবর্তী জেলাগুলি থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন দলের কর্মী-সমর্থকেরা। কিন্তু, একুশে জুলাইয়ের আগেই শহরের রাস্তায় থেকে উধাও হচ্ছে বাস৷ শনিবার সকালে কলকাতা স্টেশনে দেখা গেল প্রস্তুতির ছবি৷ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে ৪৭ বি রুটের বেসরকারি বাস। দু-তিন দিন ধরেই বাস তুলে নেওয়া হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদেরকে বিভিন্ন ক্যাম্পে পৌঁছানোর জন্য।

 

বাসচালক ও সহকারীদের কথায়, ইউনিয়ন থেকে পার্টির প্রোগ্রামে বাস দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার বদলে টাকা এবং খাবার দেওয়া হয়। পার্টির অনুষ্ঠানে বাস দেওয়াটা বাধ্যতামূলক। সেই কারণেই শহরের পথে বাসের আকাল৷ বেসরকারি বাসের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে সাধারণ মানুষকে৷