কলকাতা: এপ্রিল মাসে পুরসভা ভোট করার জন্য সবরকমের প্রস্তুতি সেরে ফেলতে রাজ্য নির্বাচন কমিশন জেলা গুলিকে নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহে ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।আসন্ন পুরভোটের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বুধবার ১৮ জেলার জেলাশাসক দের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে প্রত্যেক জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা, ভোটকেন্দ্রের অবস্থা, ভোট কর্মী নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে জেলাশাসকদের পাশাপাশি জেলার পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে ইভিএম না ব্যালট পেপারে ভোট হবে সে ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে কমিশনের তরফে জেলাগুলিকে জানানো হয়েছে।
এদিনের বৈঠকে মোট ছটি বিষয়ের ওপর আলোচনা হয়।কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, পোলিং স্টেশনের পরিকাঠামো দ্রুত প্রস্তুত করতে জেলাশাসকের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কর্মী দের তথ্য নির্দিষ্ট সময় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অভাব অভিযোগ গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য জেলায় জেলায় ২৪ ঘন্টার গ্রিভেন্স ম্যানেজমেন্ট সেল তৈরি করতে বলা হয়েছে। অনলাইনেই সেখানে নির্বাচনকেন্দ্রিক অভাব অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন তিনি এবার পুরসভার ভোট প্রক্রিয়ার ওপর নিজে নজরদারি চালাবেন। সে কথা মাথায় রেখে বাড়তি সর্তকতা অবলম্বন করতে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
রাজ্যপাল যাতে কমিশন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন না তুলতে পারেন সে ব্যাপারে যত্নবান হতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। এদিন হাওড়া, দুই ২৪ পরগণা ও কালিম্পং বাদ দিয়ে বাকি ১৮ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। এর আগেই ভোট প্রস্তুতি নিয়ে দুই ২৪ পরগণা ও হাওড়া জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে । তাই এই পর্যায়ে আর ডাকা হয়নি তাদের। কালিম্পং-এ ভোট হচ্ছেনা।তাই ডাকা হয়নি ওই জেলার জেলাশাসককে।