আরও বাড়ল রাজ্যের আংশিক লকডাউনের মেয়াদ! নয়া শর্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও বাড়ল রাজ্যের আংশিক লকডাউনের মেয়াদ! নয়া শর্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: লকডাউন আবহে এবার রাজ্যে এলাকাভিত্তিক বিধিনিষেধ চালু করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এলাকাভিত্তিক ছাড় ও কড়াকড়ি বিধি কার্যকর করার বিষয়ে বেশ কিছু শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি গঠনেরও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, কতদিন চলবে বুঝতে পারছি না৷ ভুল হলে রাজ্যের দায়৷ ভালো করলে প্রশংসা করা হয় না৷ বদনাম করা হয়৷ আমি সম্পূর্ণ লকডাউন করার পক্ষে৷ ২১ মে পর্যন্ত লকডাউন করার পক্ষে রাজ্য সরকার৷ একদিকে কেন্দ্র বলছেন, লকডাউন শক্ত হতে হবে৷ আবার বলছে দোকান খোলা রাখতে হবে৷ এর ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে৷ এই লকডাউন কতদিন চলবে বুঝতে পারছি না৷ সেই কারণে আমরা এলাকাভিত্তিক বিশেষ কিছু ছাড় দেব৷

রেড, অরেঞ্জ, গ্রিন জোনগুলিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২১ মে পর্যন্ত এলাকাভিত্তিক লকডাউন কার্যকর করার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতি মাথায় রেখে সরকারি দপ্তরগুলিতেও বেশকিছু শর্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২১ মে পর্যন্ত ৫০% কর্মী দিয়ে সরকারি দপ্তরে কাজ চালানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ গ্রিনজোন এলাকায়কীভাবে কোন শর্তে কতটা ছাড় দেওয়া হবে, তা নির্দিষ্ট করতে পরশুদিন রাজ্য সরকার বৈঠকে বসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fourteen =