গোটা বাংলাজুড়ে লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর, আরও বাড়ল সময়সীমা

গোটা বাংলাজুড়ে লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর, আরও বাড়ল সময়সীমা

 

কলকাতা: করোনা পরিস্থিতির মোকাবিলায় এবার গোটা বাংলাজুড়ে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাড়ানো হল বাংলার লকডাউনের সময়সীমা৷ আজ বিকেল ৫ থেকে গোটা রাজ্যজুড়ে এই লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত৷ গোটা রাজ্যজুড়ে এই বিধি কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি৷

নবান্ন থেকে আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা যে আইন কে চালু করেছিলাম, কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন এটা আরও ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল৷ গোটা রাজ্যজুড়ে এটা কার্যকর হবে৷ যেটা ছিল কিছু কিছু জায়গায়, কিছু কিছু শহরে৷ সেটা এখন পরিস্থিতি পর্যালোচনা করে আমরা সেটাকে ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছি৷’’

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরিস্থিতি অস্বাভাবিকতা লক্ষ্য রেখে আমরা সারা রাজ্যে আজ বিকেল পাঁচটা থেকে এটা বলবৎ করার সিদ্ধান্ত নিমাল৷’’ কেন এই সিদ্ধান্ত৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা পরিসংখ্যান দেখেছি, এক লক্ষ লোককে করোনা আক্রান্ত করতে ৬৭ দিন সময় নিয়েছিল৷ তারপর এক লাখ ১১ দিন নিয়েছিল৷ এখন ৪ দিনে এক লাখ হয়েছে৷ ৬৭ দিনের ব্যপ্তি এখন ৪ দিনে হয়ে গিয়েছে৷ সুতরাং সবার ভালো বুঝে আমার এই সিদ্ধান্ত নিমাল৷ একটু কষ্ট করতে হবে ধৈর্য থাকুন৷ একটু দুর্ভোগ হবে৷ সবাই সহযোগিতা করুন৷ সবাই মিলে ভালো থাকা যায়, সেই জন্য আমরা এই সিদ্ধান্ত নিলাম৷’’

এর আগেও করোনা সংক্রমণ রুখতে কলকাতায় লকডাউন করার সুপারিশ করে কেন্দ্র৷ সেই সুপারিশ অনুমোদন রাজ্য সরকারের তরফে কলকাতা সহ ২৩ জেলার অধিকাংশ শহর ও পুরএলাকা লকডাউন করার ঘো,ণা করে৷ আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল৷ কিন্তু, আজ পরিস্থিতি বিবেচনা করে এবার গোটা বাংলাজুড়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ হাতজোড় করে মুখ্যমন্ত্রী সকলের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করেন৷ তবে, বাংলাজুড়ে লকডাউন ঘোষণা করা হলেও জরুরি পরিষেবা-সহ অত্যাবশ্যকীয় পণ্য যেমন ওষুধের দোকান, মুদিখানা দোকান খোলা থাকবে৷ ফলে, আতঙ্কিত হবে না৷ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =