কলকাতা: সাত দফায় আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার এই ঘোষণার পরই তৃণমূলের অন্দরে প্রস্তুতি শুরু হয়েছিল, শেষ পর্য্ন্ত পাওয়া খবর অনুযায়ী আগামিকাল মঙ্গলবারই দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী-সহ ১১ নেতৃত্বকে নিয়ে নির্বাচন কমিটি তৈরি করে তৃণমূল। শোনা যাচ্ছে প্রার্থী তালিকা প্রকাশ সংক্রান্ত বৈঠকে এই ১১ নেতৃত্বই উপস্থিত থাকবেন। মঙ্গলবার দুপুরের নেত্রীর কালীঘাটের বাড়িতে হতে চলেছে সেই বৈঠক। এই বৈঠকের পরেই স্পষ্ট হবে কে কে আসন্ন লোকসভা নির্বাচনে মোদির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তৃণমূলের তরফে প্রধান ভূমিকা গ্রহণ করছেন। তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবারই গোটা প্রার্থী তালিকা ঘোষমা করে দিতে বারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বলা বাহুল্য, ২০০৯-র নির্বাচন ছাড়া বাকি সময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর দলীয় বৈঠকে বসেন মমতা। তারপর সেই বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করে দেন। ২০০৯-এ শুধুমাত্র এই নিয়মের বদল হয়েছিল সৌজন্যে কংগ্রেস। কেননা সেবার কংগ্রেসের সঙ্গে জোটে গিয়েছিল তৃণমূল তাই চাইলেও আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি তৃণমূল নেত্রী। সেজন্য বিভিন্ন সময় তাঁকে আক্ষেপ করতে শোনা গিয়েছে, তবে এবার তিনি অনেক বেশি সতর্কতার সঙ্গে পা ফেলছেন। এবার সম্মানরক্ষার লড়াই দেশ থেকে মোদি তথা গোটা বিজেপি দলটিকেই তাড়ানোর পরিকল্পনা করেছেন মমতা, তাই সেইমতো পরিকল্পনা করে তাঁকে এগোতে হচ্ছে। এমনিতেই প্রার্থী তালিকা নির্বাচনে তিনি দলের অন্য কোনও নেতার উপরে ভরসা করেন না, যাবতীয় কাজ নিজে একাই সামলান। এবারও তার ব্যতিক্রম হয়নি, একবার শুধু প্রথা মেনে সহ-নেতৃত্বদের মতামত চেয়েছিলেন। তাঁরা যদিও দিদির উপরেই এব্যাপারে ভরসা রাখছেন।
তৃণমূল নেত্রী আগেই বলেছেন ভোটের বাজারে তিনি বিয়াল্লিশে এবার বিয়াল্লিশ ঘরে তুলতে চান, তাই অনেক ভাবা চিন্তার অঙ্ক কষে তাঁকে পা ফেলতে হচ্ছে। ইতিমধ্যেই যা শোনা যাচ্ছে, গতবারের অনেক সফল সাংসদ এবারও প্রার্থী হচ্ছেন, আবার অনেকের নাম এবারের তালিকা থেকে বাদ যাচ্ছে। সেই শূন্যস্থান পূরণ করতে তালিকায় স্থান পাচ্ছে কয়েকজন বিধায়ক ও নেতামন্ত্রী। তবে প্রার্থী তালিকা প্রকাশের আগে এমন কারোর নামই জনান্তিকে বলতে নারাজ মমতা, তাই দলের কেউই জানেন না এই হাইপ্রোফাইল ভোটে ঠিক কার কার ভাগ্যে শিকে ছিঁড়িতে চলেছে। সবটাই জানা যাবে প্রার্থী তালিকা প্রকাশের পর, তাই মঙ্গলবার দুপুরের বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজ্য।