শিক্ষক নিয়োগে মেধাতালিকায় ‘নাম-বিভ্রাট’, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

আজ বিকেল: দীর্ঘ আন্দোলনের পর বড় জয় পেয়েছেন SSC চাকরিপ্রার্থীরা৷ পরীক্ষার্থীদের দাবি মেনে বাংলা বিষয়ে মেধা তালিকাও প্রকাশ করেছে কমিশন৷ পিডিএফ আকারে মেধা তালিকা প্রকাশ করে ধাপে ধাপে সফল প্রার্থীদের নিয়োগের জন্য ডেকে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷ কিন্তু, মেধাতালিকা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বিভ্রান্তি৷ বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগে ওয়েটিং তালিকায় থাকা

শিক্ষক নিয়োগে মেধাতালিকায় ‘নাম-বিভ্রাট’, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

আজ বিকেল: দীর্ঘ আন্দোলনের পর বড় জয় পেয়েছেন SSC চাকরিপ্রার্থীরা৷ পরীক্ষার্থীদের দাবি মেনে বাংলা বিষয়ে মেধা তালিকাও প্রকাশ করেছে কমিশন৷ পিডিএফ আকারে মেধা তালিকা প্রকাশ করে ধাপে ধাপে সফল প্রার্থীদের নিয়োগের জন্য ডেকে পাঠানো হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷ কিন্তু, মেধাতালিকা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বিভ্রান্তি৷ বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগে ওয়েটিং তালিকায় থাকা একটি নামকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তি৷

চাকরি সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শিক্ষক নিয়োগে মেধাতালিকায় ‘নাম-বিভ্রাট’, তোলপাড় সোশ্যাল মিডিয়ায়সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এক চাকরি প্রার্থী বলেন, ‘‘মেধাতালিকার ওয়েটিং তালিকায় দিকে তাকান৷ ওয়েটিং তালিকায় ৭৩ নম্বর ব়্যাঙ্কের দিকে তাকান৷’’ ছবিতে দেখা যাচ্ছে, ৭৩ নম্বর ওবিসি-এ’র ওয়েটিং তালিকায় রয়েছে ‘ROOSEVELT’ বা ‘রুজভেল্ট’ নামের উল্লেখ৷ কিন্তু, কোনও চাকপ্রার্থীর নাম রুজভেল্ট হয় না কি? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ওঠে বিতর্ক৷ শুরু হয় কমেন্টের ঝড়৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন

তবে, পর্যবেক্ষক মহলের ধারণা, আদতে কোনও ব্যক্তি চাইলে তিনি ‘সিঙ্গেল নেম’ ব্যবহার করতে পারেন৷ নথিপত্রেও ওই একই নাম ব্যবহার করতে পারেন৷ ফলে, এক্ষেত্রে তাই ঘটে থাকতে পারে৷ এমনিতেই খ্রিষ্টান ধর্ম ইংরেজি নাম দেওয়ার চল রয়েছে৷ ‘রুজভেল্ট’ নামের একজন পপ তারকাও রয়েছে৷ ফলে, নাম অর্থ ‘রুজভেল্ট’ ব্যবহার কোনও ভাবেই ভুল নয়৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 1 =