পুলিশের উপর আক্রমণের ঘটনায় বিজেপি জামিন পেয়েই বিস্ফোরক মন্তব্য বিজেপি যুব নেতার। তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিতেই তাঁকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপি যুবমোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যাম প্রসাদ।
শ্যাম প্রসাদের অভিযোগ, আত্মগোপন করে থাকা কালীন তৃণমূলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চাপ এসেছে তাঁর উপর। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি লঘু করে দেওয়ার প্রলোভনও দেওয়া হয়েছিল বলে অভিযোগ শ্যাম প্রসাদের। তবে যুব নেতা জানান, বিজেপি ছাড়ার প্রশ্নই নেই। বরং এবার আরও জোরদার আন্দোলন হবে শাসকদলের বিরুদ্ধে।
গত৭ ডিসেম্বর কোচবিহারে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার ঘটনা ঘিরে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ধুপগুড়ির শালবাড়ি। সংঘর্ষে এক অতিরিক্ত পুলিশ সুপার সহ ১১জন পুলিশ কর্মী আহত হন। ১৭ জন বিজেপি নেতা, কর্মীকে গ্রেফতার করা হয়। মূল অভিযুক্ত যুবমোর্চা সভাপতি শ্যাম প্রসাদের আইনজীবী গোবিন্দ ঘোষ জানিয়েছেন, মোট চারটি মামলার মধ্যে দুটিতে কলকাতা হাইকোর্ট, জলপাইগুড়ি জেলা আদালত শ্যাম প্রসাদের শর্ত সাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করে।