ধারাভির পুনরাবৃত্তি রুখতে শহরের বস্তিতে লাগাতার নমুনা পরীক্ষা করবে পুরনিগম

ধারাভির পুনরাবৃত্তি রুখতে শহরের বস্তিতে লাগাতার নমুনা পরীক্ষা করবে পুরনিগম

কলকাতা:  মুম্বইয়ের ধারাভি কাণ্ডের পূনরাবৃত্তি যাতে এই শহরে না হয়, সেই জন্যে এবার আগাম সতর্কতা নিতে চলেছে কলকাতা পুর নিগম। জানা যাচ্ছে, এবার শহরের বিভিন্ন বস্তিতে চলবে করোনা পরীক্ষা। মঙ্গলবার এই নিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজিব সিনহার সঙ্গে নবান্নে বৈঠক সারেন  মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যে গোষ্ঠী সংক্রমণ এড়াতে আগে শহরের সমস্ত বস্তির বাসিন্দাদের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন।

কলকাতা নোডাল অফিসারে দায়িত্ব কাকে দেওয়া যায় সেই নিয়েও এদিন বৈঠক চলে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় শহরের নোডাল অফিসার হবেন ওঙ্কার সিং মিনা। যার কাজ হবে স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুর নিগমর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা। এছাড়া কলকাতা পুর নিগমর একটি ডেটাবেস তৈরি হবে, যেখানে নিত্যদিনই শহরের কী পরিস্থিতি এই সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে। অন্যদিকে, কলকাতা এবং তার পাশ্ববর্তী এলাকাগুলির জন্য একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে শহরের কোন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি, তা চিহ্নিত করবে। কিন্তু এই অ্যাপটি তখনই কাজ করবে, যখন নোডাল অফিসারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি হবে। ফলে আপাতত এখন সেই কাজেই ব্যস্ত রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *