কলকাতা: শহরে ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার আক্রান্তের বাড়ি বাড়ি মশারি বিলির সিদ্ধান্ত নিল কলকাতা পুর নিগম। মঙ্গলবার পুরভবনে ডেপুটি মেয়র অতীন ঘোষ সাংবাদিকদের বলেন, শহরে কোথাও ডেঙ্গু আক্রান্তের খবর আসলেই, পুর স্বাস্থ্যবিভাগের আধিকারিকরা আক্রান্তের বাড়ি পরিদর্শন করেন। এবার থেকে মশারি সঙ্গে নিয়েই পুরআধিকারিকরা আক্রান্তের বাড়ি বাড়ি যাবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে প্রত্যেক রোগীর পরিবারকে মশারি নেওয়ার আর্জি জানানো হবে।
মশার কামড়ে রুগীর শরীরের ভাইরাস যাতে অন্য কারোর শরীরে না প্রবেশ করে, সেই উদ্যেশ্যে রুগী যাতে মশারির মধ্যেই থাকেন সেই বিষয়ে বাড়ির লোকদের সচেতন করা হবে। এছাড়া ডেঙ্গু নিয়ে পুর নিগমর সচেতনতা অভিযানেও এই বিষয়টি নিয়ে প্রচার চালানো হবে বলে অতীন ঘোষ জানিয়েছেন। ইতিমধ্যেই, মশারি কেনার উদ্যোগ পুর নিগম নিয়েছে বলে অতীনবাবু জানান। উল্লেখ্য, গত বছর প্রায় ৬ হাজার শহরবাসী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে এদিন অতীনবাবু জানান। যদিও তার দাবি ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। পুরস্বাস্থ্যকেন্দ্রে আগের তুলনায় ডেঙ্গু রুগীর সংখ্যাও বেড়েছে।
এদিকে, আগামী শনিবার সকালে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে ডেঙ্গু নিয়ে সচেতনতা পদযাত্রা বেরোবে। ঐ পদযাত্রা কলকাতা পুর নিগমর কেন্দ্রীয় ভবন থেকে শুরু হয়ে কলেজ স্কোয়ারে গিয়ে শেষ হবে। পুর কাউন্সিলার, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ পদযাত্রায় যোগ দেবেন।