কলকাতা: নতুন বছরে রাজ্যের সাধারণ মধ্যবিত্তদের জন্য স্বস্তির বার্তা মমতা সরকারের। প্ল্যান স্যাংশনের অপেক্ষায় আর বাড়ি তৈরির স্বপ্ন বিফলে যাবেনা মধ্যবিত্তদের।
কারণ এবার থেকে ৩ কাঠা জমিতে বাড়ি তৈরি করতে লাগবে না কোনও বিল্ডিং প্ল্যান। শুধু তাই নয়, কোনও প্ল্যান ছাড়াই এই জমিতে তিনতলা পর্যন্ত বাড়ি তৈরি করা যাবে । সোমবার মেয়র পারিষদদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পুরসভা সূত্রে জানা গেছে রীতিমত পরিকল্পনা করেই এই পরিষেবা কার্যকর করা হচ্ছে। এর জন্য যাদবপুর, বেসু এবং খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন পুর ইঞ্জিনিয়াররা৷ পুর কর্তৃপক্ষ জানিয়েছে বিল্ডিং প্ল্যান ছাড়াই তিন কাঠা পর্যন্ত জমির উপর ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি তৈরি করা যাবে।
কিন্তু সবটাই করতে হবে পুরসভার নির্দিষ্ট আইন মেনে। অর্থাৎ, পুরসভার নিয়ম অনুযায়ী, বাড়ি করার জন্য নির্ধারিত টাকা এলবিএস-এর মাধ্যমেই জমা করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ তিন তলা পর্যন্ত বাড়ি করা যাবে। বাড়ি তৈরির পর পুর আধিকারিকারা ইনস্পেকশনে গিয়ে কোনো অনিয়ম দেখলে বাড়ি বেআইনি ঘোষণা করা হবে। এ
প্রয়োজনে এলবিএস-এর লাইসেন্সও বাতিল করা হতে পারে। এর আগে ২০১৪ সালে অনলাইনেই পুরসভা থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদনের সুবিধা চালু করেছিল কলকাতা পুরসভা। এবার বাড়ি বানানোর ছাড়পত্রও মিলবে অনলাইনে। শুধু দিতে হবে লাইসেন্সড বিল্ডিং সার্টিফিকেট ও স্যাংশন ফি।