বাঁকুড়া: অবশেষে স্বস্তির নিঃশ্বাস পরিবারে৷ পুজোর ছুটিতে ট্রেকিং করতে উত্তরাখণ্ডে গিয়েছিলেন বাঁকুড়ার ওন্দার সাত পর্বতারোহীর পরিবারের সদস্যরা। খারাপ আবহাওয়া, উত্তরাখণ্ডে ধসের জেরে তাঁদের কোনও খোঁজ মিলছিল না৷ দীর্ঘ উৎকন্ঠা কাটিয়ে পাঁচ দিন পর শনিবার সকালে ভিডিও কলে বাড়ির লোকেদের সঙ্গে কথা হয়েছে তাঁদের।
খবরে প্রকাশ, ওন্দার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামের বিকাশ রায়, সবুজ মণ্ডল, অরণ্য মণ্ডল, ত্রিপুরারী কুণ্ডু, পুস্পেন মণ্ডল ও পাশের গ্রাম আকড়দার মৃত্যুঞ্জয় পাল, অন্বেষা পালরা গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হন। এর দু’দিন পর ১৬ অক্টোবর পর্যন্ত তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর মধ্যেই উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় ও বাড়ির লোকেরা কোনও যোগাযোগ করতে পারেননি। এনিয়ে চরম উৎকন্ঠা তৈরি হয়েছিল পর্বতারোহী সদস্যদের পরিজনদের মধ্যে।
অবশেষে এল স্বস্তির খবর। সাত পর্যটকই নিরাপদে নেমেছেন পাহাড় থেকে। পর্বতারোহী সবুজ বরণ মণ্ডল, অরণ্যদেব মণ্ডলের মা পাপিয়া মণ্ডল, আর এক পর্বতারোহীর বাবা জয়দেব মণ্ডলরা বলেন, ‘‘পাহাড় থেকে নেমে সাগরি বলে এক জায়গায় রাত কাটিয়ে এদিন সকালে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওখান থেকে ট্রেনে করে রবিবার রাত ১০ টা নাগাদ আসানসোলে নামার কথা রয়েছে। পুরো বিষয়টি তাঁরা এদিন সকালে ভিডিও কলের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান। স্বভাবতই তাঁদের ফেরার পথ চেয়ে রয়েছেন সকলে৷