সম্পর্কের টানাপোড়েনে সন্দেহের শিকার মা-মেয়ে, বিবস্ত্র করে বেধড়ক মার, কাটা হল চুল

সম্পর্কের টানাপোড়েনে সন্দেহের শিকার মা-মেয়ে, বিবস্ত্র করে বেধড়ক মার, কাটা হল চুল

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এক মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হল বনগাঁ৷ সম্পর্কের টানাপোড়েনের সন্দেহে নারকীয় অত্যাচার চালানো হল মা-মেয়ের ওপর৷ চুল কেটে, বিবস্ত্র করে চলল বেদম মার, গালিগালাজ৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার বাবু পাড়া এলাকায়৷ অসহায় তরুণী খেলোয়াড় ও তাঁর মা বনগাঁ থানার দ্বারস্থ হয়েছেন৷

ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। জানা গিয়েছে, বনগাঁ স্টেশন সংলগ্ন বাবুপাড়ার বাসিন্দা তরুণী ও তাঁর মা। তরুণী কবাডি খেলোয়াড়। তাঁর মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। গোপালনগরের তাপস মালির সঙ্গে ১১ মাস আগে পরিচয় হয় খেলোয়াড় তরুণী ও তার মায়ের। সম্প্রতি ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর সম্পর্ক আছে, এই অভিযোগ তুলে তাপস মালিকের স্ত্রী শ্রাবন্তী মালিক স্থানীয় কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে তাঁদের বাড়িতে চড়াও হন। এরপরই চলে বেধড়ক মার৷ নিজের মাকে বাঁচাতে গেলে খেলোয়ার তরুণীকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়৷ একইসঙ্গে চুল কেটে দেওয়া হয় মা ও মেয়ের৷ 

শুধু তাই নয় চলে অকথ্য গালিগালাজ৷ একইসঙ্গে অ্যাসিড মারার হুমকিও দেওয়া হয়৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল৷ তিনি বলেন, ‘এরাজ্যে কারও নিরাপত্তা নেই৷ এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি’৷ ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eight =