টাকা ‘নয়ছয়’! বাংলার একাধিক পুরসভার বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের, জরিমানাও

টাকা ‘নয়ছয়’! বাংলার একাধিক পুরসভার বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের, জরিমানাও

কলকাতা: নির্দিষ্ট সময়ে পিএফ জমা পড়ায় রাজ্যের বেশ কয়েকটি পুরসভার বিরুদ্ধে তদন্ত শুরু করল কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক৷ এই একই অভিযোগে মাত্র কয়েক দিন আগে পিএফ দফতর আসানসোল পুরসভার কাছ থেকে জরিমানা সহ ১০ লক্ষ টাকা আদায় করে৷ এবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনস্থ আধিকারিকদের তদন্তে পিএফ জমা না করা পুরসভাগুলির তালিকায় যুক্ত হয়েছে বীরভূমের নলহাটি, সিউড়ি, পূর্ব বর্ধমানের মেমারি, কালনা, গুসকরা, বাঁকুড়া পুরসভার নাম।

এদিন রিজিওন্যাল পিএফ অধিকর্তা ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কর্মচারীদের ভবিষ্যত নিয়ে কোনো গরিমসি তারা সহ্য করবেন না। সূত্রের খবর, রাজ্যের বেশ কিছু পুরসভায় কর্মীদের পিএফ জমা না হওয়ার কারণে বিচারবিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি পুরসভাকে জরিমানা করাও হয়েছে। দূর্গাপুর পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৭ কোটি টাকা কেটে নেয় কেন্দ্রের সংশ্লিষ্ট দফতর৷

দূর্গাপুর পুরসভার বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ১৭০০ জন সাফাই কর্মীর পিএফ সময় মতো জমা করেনি। যদিও কেন্দ্রের এই নির্দিষ্ট দফতরের কাজে অতি সক্রিয়তাকে মোটেই খুব একটা ভালো চোখে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল৷ শাসক দলের মতে, আসন্ন পুর নির্বাচনের আগে পুরসভাগুলিকে কার্যত কোনঠাসা করার পরিকল্পনা করছে কেন্দ্রের এই দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + sixteen =