পুরসভাকে দেওয়া রাজ্যের টাকা ফেরত দেওয়া যাবে না: ফিরহাদ হাকিম

কলকাতা: উন্নয়নের জন্য কলকাতা পুরসভাকে রাজ্য সরকারের দেওয়া অর্থ ফেরত দেওয়া চলবে না বলে শনিবার সাফ জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম৷ পুরভবনে মেয়র পারিষদের বৈঠকে মেয়র সব বিভাগের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন, ৩১ মার্চের মধ্যেই রাজ্য সরকারের বরাদ্দ অর্থের বাকি অংশ খরচ করতে হবে৷ যদি কোন বিভাগ বরাদ্দ সম্পূর্ণ অর্থ খরচ করতে না পারে তাহলে

পুরসভাকে দেওয়া রাজ্যের টাকা ফেরত দেওয়া যাবে না: ফিরহাদ হাকিম

কলকাতা: উন্নয়নের জন্য কলকাতা পুরসভাকে রাজ্য সরকারের দেওয়া অর্থ ফেরত দেওয়া চলবে না বলে শনিবার সাফ জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম৷ পুরভবনে মেয়র পারিষদের বৈঠকে মেয়র সব বিভাগের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেন, ৩১ মার্চের মধ্যেই রাজ্য সরকারের বরাদ্দ অর্থের বাকি অংশ খরচ করতে হবে৷  যদি কোন বিভাগ বরাদ্দ সম্পূর্ণ অর্থ খরচ করতে না পারে তাহলে টাকা ফেরত যাওয়ার জন্য ওই বিভাগকেই দায়ী করা হবে। পাশাপাশি ওই বিভাগের আধিকারিককেও জবাব দিতে হবে কেন সম্পূর্ন টাকা খরচ করা গেল না৷

পুরসভা সূত্রে খবর, ২০১৮-১৯ অর্থবর্ষে রাজ্য সরকার শহরের উন্নয়নের জন্য কলকাতা পুরসভাকে যে অর্থ দিয়েছে তার মধ্যে ২৮৫ কোটি টাকা এখনও কোনো প্রকল্পের জন্যই খরচ করে ওঠা হয়নি| পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বরের শেষে মুখ্যসচিবের নেতৃত্বে এক বৈঠকে স্থির হয়, গত এক বছরে বিভিন্ন খাতে রাজ্য সরকারের দেওয়া অর্থের যতটা অংশ কোনও পুরসভা বা জেলা পরিষদ খরচ করতে পারেনি বা চলতি অর্থ বছরের (২০১৮-১৯) মধ্যে খরচ করতে পারার সম্ভাবনাও নেই, সেই সম্ভাব্য টাকা যেন রাজ্য সরকারের কাছেই ফেরত দেওয়া হয়। সেই নির্দেশিকা এসে পৌঁছয় কলকাতা পুরসভাতেও। পুর কমিশনার খলিল আহমেদ রাজ্য সরকারের ওই চিঠির উল্লেখ করে সমস্ত ডিজি এবং কন্ট্রোলিং অফিসারদের ২৮ জানুয়ারির মধ্যে সম্ভাব্য না খরচ হওয়া টাকার হিসেব দিতে বলেন। কিন্তু দেখা যায়, ওই সময়ের মধ্যে অনেকেই কোনও হিসেব পেশ করেননি পুরসভার অর্থ দফতরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =