হস্টেলের বেডভাড়া ১০০টাকার করার প্রস্তাবে শুনেই বেঁকে বসলেন বিধায়করা

কলকাতা: বিধায়ক আবাসের ঘরভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালেন বিরোধী সদস্যরা৷ রাজ্য বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটির বৈঠকে এমএলএ হস্টেলের ঘরভাড়া মাথাপিছু ৩০ টাকা থেকে ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়৷ পাশাপাশি হস্টেলের অতিথিশালার ভাড়াও পুনর্বিন্যাসের প্রসঙ্গ ওঠে বৈঠকে৷ বিরোধীদের মতে, সারা দেশের মধ্যে এ রাজ্যের বিধায়কদের ভাতা সবচেয়ে কম৷ সেই ভাতা বাড়ানোর দাবি এখনও পূরণ হয়নি৷ তার

হস্টেলের বেডভাড়া ১০০টাকার করার প্রস্তাবে শুনেই বেঁকে বসলেন বিধায়করা

কলকাতা: বিধায়ক আবাসের ঘরভাড়া বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানালেন বিরোধী সদস্যরা৷ রাজ্য বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটির বৈঠকে এমএলএ হস্টেলের ঘরভাড়া মাথাপিছু ৩০ টাকা থেকে ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়৷ পাশাপাশি হস্টেলের অতিথিশালার ভাড়াও পুনর্বিন্যাসের প্রসঙ্গ ওঠে বৈঠকে৷

বিরোধীদের মতে, সারা দেশের মধ্যে এ রাজ্যের বিধায়কদের ভাতা সবচেয়ে কম৷ সেই ভাতা বাড়ানোর দাবি এখনও পূরণ হয়নি৷ তার উপর বিধায়কদের অতিথিদের থাকার ব্যাপারে যে সুবিধা তাঁরা পেয়ে আসছেন, তাও কমানো হচ্ছে৷ এই যুক্তিতে ফের বিধায়ক ভাতা বাড়ানোর দাবিতেও সরব হয়েছেন তাঁরা৷

বিধায়কের পরিবার ছাড়া বাইরের কেউ সেখানে থাকলে এতদিন পর্যন্ত বেড প্রতি ৩০ টাকা ভাড়া নেওয়া হতো। অধ্যক্ষের দপ্তরে লিখিত আবেদনের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে এই ভাড়া মেলে। এদিনের বৈঠকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব এলে সরকারপক্ষের সদস্যরা তাতে সায় দেন। বেড প্রতি ভাড়া একশো টাকা করার প্রস্তাব দেওয়া হয়। তখনই বেঁকে বসেন বিরোধী সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =