চুঁচুড়া: মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে সপ্তগ্রাম বিধানসভার ৭টি পরীক্ষা কেন্দ্রের বাইরে অস্থায়ী শিবির করে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, পেন ও টিফিনের প্যাকেট দিয়েছিল বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেস।
পাশাপাশি প্রতিদিনই অভিভাবকদের বিশ্রামের জন্য ছাউনি, চা ও পানীয় জলের ব্যবস্থা করেছিল। বুধবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে দলের অস্থায়ী শিবিরগুলিতে ঘুরে অভিভাবকদের হাতে গরম গরম বিরিয়ানির প্যাকেট তুলে দিলেন স্থানীয় বিধায়ক রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।