কলকাতা: ফের আগুন আতঙ্কে হুড়োহুড়ি মেট্রোর যাত্রীদের মধ্যে। এদিন দুপুর ৩টের সময় নেতাজিনগর প্ল্যাটফর্মে আসে একটি নন এসি রেক। এক বগির যাত্রীরা গিয়ে মোটর ম্যানকে জানান, কামরায় পোড়াপোড়া গন্ধ বের হচ্ছে। মেট্রোর কর্মীরা অবশ্য ওই কামরা পরীক্ষা করে কোনওরকম আগুনের হদিশ পাননি। মিনিট পাঁচেক পর যাত্রী নিয়ে রওনা দেয় ট্রেন।
ফের মেট্রোয় আগুন, হুড়োহুড়ি-আতঙ্ক
কলকাতা: ফের আগুন আতঙ্কে হুড়োহুড়ি মেট্রোর যাত্রীদের মধ্যে। এদিন দুপুর ৩টের সময় নেতাজিনগর প্ল্যাটফর্মে আসে একটি নন এসি রেক। এক বগির যাত্রীরা গিয়ে মোটর ম্যানকে জানান, কামরায় পোড়াপোড়া গন্ধ বের হচ্ছে। মেট্রোর কর্মীরা অবশ্য ওই কামরা পরীক্ষা করে কোনওরকম আগুনের হদিশ পাননি। মিনিট পাঁচেক পর যাত্রী নিয়ে রওনা দেয় ট্রেন।