বিপদ বাড়িয়ে আসছে ‘আমপান’! কোথায় তাণ্ডব? জেলার তালিকা হাওয়া অফিসের

বিপদ বাড়িয়ে আসছে ‘আমপান’! কোথায় তাণ্ডব? জেলার তালিকা হাওয়া অফিসের

কলকাতা: ক্রমাগত এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান৷ আর তার জেরে গোটা দক্ষিণবঙ্গে প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর৷ আজ সকাল ১১টায় আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যে চিন্তা বেড়েছে দুই ২৪ পরগনা, কলকাতা ও মেদিনীপুরের৷

আজ সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি, পারাদ্বীপ থেকে ১০ দশটার সময় ১৭৭ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়৷ আজ বিকেল  ও সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশ উপকূলবর্তী এলাকা অতিক্রম করবে ঘূর্ণিঝড়৷ দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপ প্রথম আঘাত করবে ঘূর্ণিঝড়৷ ভূভাগে আঘাত করার পর কলকাতার খুব কাছ থেকে অতিবাহিত হবে আমপান৷’’

ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায়? আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, ‘‘আজ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷ এবং উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় অতি ভারী বৃষ্টিপাত হবে৷ যখন ঘূর্ণিঝড় উপকূল দিয়ে যাবে, সেই সময় মূলত তিনটি জেলা উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ১৫৫ থেকে ১৬৫ সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতিঘণ্টায় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ বাকি উপকূলবর্তী জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ঝড়ে যাবে৷ উপকূল ছাড়া যে সমস্ত জেলা আছে, গোটা দক্ষিণবঙ্গে ৪৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়ে যেতে পারে৷ সামুদ্রিক জলোচ্ছ্বাস দেখা যেতে পারে৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার চার থেকে পাঁচ মিটার ও পূর্ব মেদিনীপুরে ঢেউ তিন মিনিটের মধ্যে থারতে পারে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twenty =