নিম্নচাপ শক্তি বাড়ালেও নেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: হওয়া অফিস

নিম্নচাপ শক্তি বাড়ালেও নেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস: হওয়া অফিস

কলকাতা: গ্রীষ্মের শুরুতেই হঠাৎ হঠাৎ মেঘের ঘনঘটা৷ ক্ষণিকের ঝনঝনিয়ে বৃষ্টি৷ অসম ও উত্তর প্রদেশের জোড়া ঘূর্ণাবর্তের কারণে বাংলার আকাশে জমেছে মেঘ৷ চলবে বিক্ষিপ্ত বৃষ্টি৷ আগামী ৪৮ ঘণ্টার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ শক্তি বাড়িয়ে আরও গভীর হচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের তৈরি হওয়া নিম্নচাপ৷

হাওয়া অফিস সূত্রে খবর, অসম ও উত্তর প্রদেশে অবস্থান করছে জোড়া ঘূর্ণাবর্ত৷ ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়৷ তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ৷ যার প্রভাবে ভরা গ্রীষ্মেও স্বস্তির বৃষ্টি চলছে বাংলায়৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, গোটা দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷ থাকছে কালবৈশাখীর মত পরিস্থিতি৷ ঝড় বৃষ্টির পরিমাণও বাড়তে পারে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়৷

অন্যদিকে ক্রমশ আন্দামান সাগরের দিকে এগোচ্ছে দক্ষিণ আন্দামান সাগরের তৈরি হওয়া নিম্নচাপ৷ হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের গতি শ্লথ হওয়ায় নিম্নচাপের প্রভাব কিছুটা কমেছে৷ আগামী ২৪ ঘণ্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে৷ পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করতে পারে৷  পরে তা আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপটি ৫ মে পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে৷ ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে মায়ানমার ও বাংলাদেশের উপকূলে প্রবেশ করার সম্ভাবনা দেখছে৷যদিও আলিপুর আবহাওয়া দফতর এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি৷ তবে ৫ মে’র পর এর গতিপথের দেখে পরবর্তী পূর্বাভাস দিতে পারে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − five =