৫ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান, অব্যাহত ভাঙড় জট

৫ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান। ভাঙড়ের সাব স্টেশনের কাজ শুরু হওয়া নিয়ে জটিলতা অব্যাহত রইল। শুক্রবার, সকাল ১১টা থেকে বিডিওর নেতৃত্বে পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত অফিসে বৈঠকে বসেন গ্রামবাসী সহ জমি রক্ষা কমিটির সদস্যরা। চারটে নাগাদ বৈঠক শেষ হয়। পাঁচ ঘণ্টা আলোচনার পরেও মেলেনি সমাধান সূত্র। আগামী ৩১ ডিসেম্বর আলিপুরে জেলাশাসকের দফতরে ফের বৈঠক

৫ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান, অব্যাহত ভাঙড় জট

৫ ঘণ্টার বৈঠকেও মিলল না সমাধান। ভাঙড়ের সাব স্টেশনের কাজ শুরু হওয়া নিয়ে জটিলতা অব্যাহত রইল। শুক্রবার, সকাল ১১টা থেকে বিডিওর নেতৃত্বে পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েত অফিসে বৈঠকে বসেন গ্রামবাসী সহ জমি রক্ষা কমিটির সদস্যরা। চারটে নাগাদ বৈঠক শেষ হয়। পাঁচ ঘণ্টা আলোচনার পরেও মেলেনি সমাধান সূত্র। আগামী ৩১ ডিসেম্বর আলিপুরে জেলাশাসকের দফতরে ফের বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক ছাড়াও উপস্থিত থাকবেন জেলা পুলিস সুপার সহ প্রশাসনিক আধিকারিক। শনিবার থেকে পাওয়ার গ্রিডের ভিতরে ঢোকা ও টেস্টিং-য়ের কাজ চলবে। যেখান থেকে কেবল যাবে তার নীচে জমি মাপার কাজও হবে। কিন্তু টাওয়ার নির্মাণের কাজ বন্ধ থাকবে বলে এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার, এলাকার উন্নয়ন সহ একাধিক দাবিতে ভাঙড়ে পাওয়ার সাব স্টেশনের কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এদিকে, ওই দিনই প্রশাসনিক বৈঠকে টাওয়ার নির্মাণের কাজ আগামী ৭ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবারের বৈঠকে সমাধান সূত্র না মেলায় সেই নির্দেশ কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্ধিহান প্রশাসনিক কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =