করোনা রুখতে কাপড় কেটেই বানান মাস্ক, নয়া তত্ত্ব দিলীপের

করোনা রুখতে কাপড় কেটেই বানান মাস্ক, নয়া তত্ত্ব দিলীপের

কলকাতা: গরুর দুধে সোনার তত্ত্ব এখন পুরনো। এবার করোনা ভাইরাস নিয়েও মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মায়ের প্রসাদ খেলে করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তবে এখানেই থেমে থাকেননি। তিনি করোনা মোকাবিলার মাস্ক নিয়েও নতুন তত্ত্ব উপস্থাপন করেছেন। বাজারে মাস্কের আকালের কথা ভেবে বাড়িতেই কাপড় দিয়ে মাস্ক তৈরির নিদান দিলেন দিলীপ ঘোষ।

বেফাঁস মন্তব্যের জেরে এর আগেও বহুবার সংবাদের শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। এবার করোনা নিয়ে মুখ খুললেন তিনি। গোটা বিশ্ব করোনার জেরে আতঙ্কিত। মাস্ক নিয়েও শুরু হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে তিনি মাস্কের আকালের কথা বলেন। তারপরই এই ঘাটতির সমাধান সূত্রও বাতলে দেন তিনি। তাঁর কথায়, বাড়িতেই বানাতে পারেন এই মাস্ক। শুদ্ধ কাপড় কেটে আটকানো যায় করোনা ভাইরাসকে। এমনই নাকি বিজ্ঞানীরা জানিয়েছেন, দাবি বিজেপি  রাজ্য সভাপতির।

এর আগেই এগরার একটি পুজোর অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, ‘গোটা দুনিয়াতে লোকে করোনা ভাইরাসের ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। কোটি কোটি লোক ঘরবন্দি। যারা চাঁদ সূর্যে পৌঁছে যাচ্ছে, তারাও ঘরের বাইরে পা রাখতে পারছে না। আর আমাদের এখানে দেখুন, হাজার হাজার মানুষ চলে এসেছে মায়ের কাছে প্রার্থনা করতে। জল খাচ্ছে, ওই হাতেই প্রসাদ খাচ্ছে। কিছু হবে না। মায়ের আশীর্বাদ আছে।’ এছাড়াও করোনা নিয়ে আশ্বস্ত করতে গিয়ে তিনি ম্যালেরিয়া, ডেঙ্গিতে আমাদের দেশের মৃত্যুর প্রসঙ্গ তুলে বলেন, করোনায় মৃত্যুর চেয়ে এই দেশে ম্যালেরিয়া, ডেঙ্গিতে বেশি লোক মারা যায়। তাই তিনি সাফ জানিয়েছেন, 'আমরা ভয় পাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =