নতুন সংসারের স্বপ্ন ছেড়ে শহিদ বাংলার জওয়ান

কৃষ্ণনগর: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হলেন বাংলার আরও জওয়ান৷ জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া ৪৪ জন জওয়ানের তালিকায় রয়েছে নদিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাসের (২৬) নামও৷ ভালো ছেলে হিসেবেই পরিচিতি সুদীপ৷ তাঁর এমন বিদায়ে গোটা হাঁসপুকুরিয়ার তেলেপাড়া গ্রামে আজ অরন্ধন৷ বাড়িতে শোকে পাথর বাবা সন্ন্যাসী বিশ্বাস৷ বারবার জ্ঞান হারাচ্ছেন মা মমতাদেবী৷ সন্ন্যাসীবাবু ও মমতাদেবীর দুই সন্তান৷ মেয়ের

নতুন সংসারের স্বপ্ন ছেড়ে শহিদ বাংলার জওয়ান

কৃষ্ণনগর: পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হলেন বাংলার আরও জওয়ান৷ জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া ৪৪ জন জওয়ানের তালিকায় রয়েছে নদিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাসের (২৬) নামও৷ ভালো ছেলে হিসেবেই পরিচিতি সুদীপ৷ তাঁর এমন বিদায়ে গোটা হাঁসপুকুরিয়ার তেলেপাড়া গ্রামে আজ অরন্ধন৷ বাড়িতে শোকে পাথর বাবা সন্ন্যাসী বিশ্বাস৷ বারবার জ্ঞান হারাচ্ছেন মা মমতাদেবী৷

সন্ন্যাসীবাবু ও মমতাদেবীর দুই সন্তান৷ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই৷ ছেলের বিয়ের ভাবনাও চলছিল পুরোদমে৷ চলছিল পাত্রী দেখা৷ সকালে যখন প্রথম খবর পান বিশ্বাস করতে পারেননি, তাঁদের ফেলে চলে গিয়েছে ২৬ বছরের ছেলে৷ মাঝেমধ্যেই নিজের মনে কথা বলছিলেন, ‘‘গতবার পুজোয় আসতে পারেনি৷ তাই এ বার পুজোর সময় আসবে বলেছিল৷ আর তো এল না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =