অল্পের জন্য রক্ষা পেল পথ হারানো মমতার কপ্টার

চোপড়া: অল্পের জন্য রক্ষা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার৷ প্রায় ৩৩ মিনিট পথ হারিয়ে আকাশে চক্কর কাটতে থাকে মমতার কপ্টারটি৷ শিলিগুড়ি থেকে চোপড়া যেতে আকাশ পথে ২২ মিনিট সময় লাগলেও সভাস্থলে পৌঁছতে সময় লেগে যায় ৫০ মিনিটের বেশি৷ তবে, পথ হারানোয় বিদেশের আকাশসীমায় পৌঁছে গেলে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারত৷ তবে, বড়সড় দুর্ঘটনা হারিয়ে

অল্পের জন্য রক্ষা পেল পথ হারানো মমতার কপ্টার

চোপড়া: অল্পের জন্য রক্ষা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার৷ প্রায় ৩৩ মিনিট পথ হারিয়ে আকাশে চক্কর কাটতে থাকে মমতার কপ্টারটি৷ শিলিগুড়ি থেকে চোপড়া যেতে আকাশ পথে ২২ মিনিট সময় লাগলেও সভাস্থলে পৌঁছতে সময় লেগে যায় ৫০ মিনিটের বেশি৷

তবে, পথ হারানোয় বিদেশের আকাশসীমায় পৌঁছে গেলে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারত৷ তবে, বড়সড় দুর্ঘটনা হারিয়ে পরে চোপড়ার সভায় পৌঁছে যায় কপ্টটি৷ বুধবার দুপুরে চোপড়ার সভামঞ্চ থেকে নিজেই একথা জানান মমতা৷

চোপড়ার পশ্চিমদিকে নেপালের এয়ারস্পেস৷ পূর্বদিকে বাংলাদেশ৷ এক্ষেত্রে রাস্তা হারিয়ে ভিন দেশের আকাশসীমানায় মুখ্যমন্ত্রীর কপ্টারের ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা ছিল৷  জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ি কপ্টরে চোপড়া যান মমতা৷ ২২ মিনিটের পথ যেতে সময় লেগে যায় ৫০ মিনিট৷ জানা গিয়েছে, প্রায় ৩৩ মিনিট আকাশে ঘুরে বেড়ায় কপ্টারটি৷ কিন্তু, কেন এই ঘটনা? কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =