উন্নয়ন হয়নি, তৃণমূল বিধায়কের ওপর ক্ষোভ উগরালেন স্থানীয় ব্যক্তি, ভাইরাল হল ভিডিও

উন্নয়ন হয়নি, তৃণমূল বিধায়কের ওপর ক্ষোভ উগরালেন স্থানীয় ব্যক্তি, ভাইরাল হল ভিডিও

5b734393cb97c0f5933116cca6f91cf0

নিজস্ব সংবাদদাতা, দুবরাজপুর: উন্নয়ন হয়নি৷ প্রকাশ্যে তৃণমূল বিধায়কের ওপর ক্ষোভ উগরালেন এক গ্রামবাসী ৷ ভাইরাল হল কথোপকথনের সেই ভিডিও৷ ৫ বছর পরে এলাকায় এলেন বিধায়ক৷ মানুষ কেমন রয়েছে তার খোঁজ খবর নিতে৷ যতই হোক সামনে নির্বাচন তো৷ কিন্তু তাতেই ঘটল বিপত্তি৷ বিধায়ককে সামনে পেয়ে এলাকার অনুন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক স্থানীয় এক ব্যক্তি৷ 

বিধায়কের সঙ্গে সেই উত্তপ্ত কথোপকথনের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷ এমনই ঘটনা ঘটেছে বীরভূমের দুবরাজপুরে৷ দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র বাউরি৷ তিনি এলাকায় এসেছিলেন মানুষের সঙ্গে কথা বলতে৷ কিন্তু তাকে সামনে পেয়ে এলাকার অনুন্নয়ন নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন ওই এলাকার বাসিন্দা মনোজ সাহা৷ তুললেন কাটমানি নিয়েও প্রশ্ন৷ যার উত্তরে বিধায়ক বলেন, এলাকায় যে এত সমস্যা রয়েছে তা আপনারা আমার কাছে আসেননি কেন? 

কিন্তু এলাকাবাসীর কথায়, শুধু কী জনতাই যাবেন ওনার কাছে উনি কী এসে একবারও খোঁজ নেবেন না? তাহলে ভোটের আগে কেন এসেছেন? যদিও এপ্রসঙ্গে বিধায়ক নরেশ বাউরির দাবি,” স্থানীয় একটি ক্লাবের জনসংযোগ কর্মসূচী করে আসার পর ওই বিজেপি কর্মীরা তাকে ঘিরে নানা রকম প্রশ্ন করে। তিনি তাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছি। এলাকায় যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে। প্ল্যান করে ভিডিও করে ভাইরাল করা হয়েছে”।

তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দিয়েছে বিজেপিও৷ বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ,” এটা সাধারন মানুষের বিক্ষোভ। বিধায়ক হওয়ার পর তিনি এলাকায় যান নি। কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। সেজন্য গ্রামবাসীরা বিধায়ককে দীর্ঘদিন পর কাছে পেয়ে বিক্ষোভ দেখিয়েছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই”।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তৃণমূল বিধায়ক৷ প্রশ্ন উঠছে এরকম ক্ষোভ কী রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের মানুষের মনেও জমে রয়েছে? যার বহিঃপ্রকাশ এবারের নির্বাচনে হবে না তো? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *