কলকাতা: কলকাতার সেরা হাসপাতাল অ্যাপোলো গ্লেনিগলস। দুইয়ে রয়েছে পিজি হাসপাতাল। তিনে রয়েছে আমরি হাসপাতাল গোষ্ঠী। সদ্য প্রকাশিত একটি সর্বভারতীয় নামকরা পত্রিকার সমীক্ষায় বড় শহরভিত্তিক সেরা হাসপাতালের তালিকায় এভাবেই নামগুলি উঠে এসেছে। কলকাতার সেরা ১৩টি হাসপাতালের তালিকায় দুটি নামই নারায়ণা হৃদয়ালয়া গোষ্ঠীর। একটি মুকুন্দপুরের, অন্যটি হাওড়ার। কর্পোরেট হাসপাতালের ভিড়ে এই তালিকায় উল্লেখযোগ্যভাবে লড়াইয়ে রয়েছে শহরের স্বনামধন্য সরকারি হাসপাতালগুলিও। পিজি ছাড়াও সেরার তালিকায় রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এনআরএস এবং আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল। যার মানে কলকাতার সেরা ১৩টি হাসপাতালের মধ্যে চারটিই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল।
