কলকাতা: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গত রবিবারই ঘোষণা করেছিলেন, আজ বুধবার ফ্রন্টের বৈঠকের পর তাঁরা প্রার্থী তালিকা প্রকাশ করবেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার আলোচনা যে স্তরে পৌঁছেছে, তার পরিপ্রেক্ষিতে আজ তালিকা প্রকাশের সম্ভাবনা খানিকটা ঝুলেই রইল।
বোঝাপড়ার জট কাটাতে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মুখোমুখি বৈঠকে বসতে পারেন বলে দুই শিবিরের তরফেই দাবি করা হয়েছে। তবে দুপুরে ফ্রন্টের পূর্ব নির্ধারিত বৈঠকে শরিক দলগুলির তরফে প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রার্থীদের নাম ঘোষণার দাবি উঠতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যতম প্রতিপক্ষ তৃণমূল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে দেওয়ায় প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে থাকার যুক্তিতে তারা এই দাবি তুলতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সমঝোতার জট কাটানোর জন্য দুই তরফেই চেষ্টার ত্রুটি ছিল না এদিনও।