স্পিড পোস্টে পাঠানো চিঠি পৌঁছাল ১৯ বছর পর, আজব কাণ্ড বাংলায়

কলকাতা: সময় চিঠি পৌঁছায় না৷ এটাই ছিল ডাক বিভাগের পুরনো একটি অসুখ৷ সেই অসুখে ওষুধ দিতে তৎপরতাও শুরু হয়৷ ডাক বিভাগেকে ঢেলে সাজানো হয়৷ কিন্তু তাতেও বদলালো না পরিস্থিতি৷ এবার রায়গঞ্জ থেকে স্পিড পোস্টে পাঠানো চিঠি ১৯ বছর পর পৌঁছাল নির্দিষ্ট ঠিরানায়৷ ২৪-৪৮ ঘণ্টার মধ্যে চিঠি পৌঁছে যাওয়ার কথা থাকলেও ১৯ বছর সময় লেগে যাওয়ার

স্পিড পোস্টে পাঠানো চিঠি পৌঁছাল ১৯ বছর পর, আজব কাণ্ড বাংলায়

কলকাতা: সময় চিঠি পৌঁছায় না৷ এটাই ছিল ডাক বিভাগের পুরনো একটি অসুখ৷ সেই অসুখে ওষুধ দিতে তৎপরতাও শুরু হয়৷ ডাক বিভাগেকে ঢেলে সাজানো হয়৷ কিন্তু তাতেও বদলালো না পরিস্থিতি৷ এবার রায়গঞ্জ থেকে স্পিড পোস্টে পাঠানো চিঠি ১৯ বছর পর পৌঁছাল নির্দিষ্ট ঠিরানায়৷ ২৪-৪৮ ঘণ্টার মধ্যে চিঠি পৌঁছে যাওয়ার কথা থাকলেও ১৯ বছর সময় লেগে যাওয়ার ঘটনায় শুরু হয়েছে নয় বিতর্ক৷

জানা গিয়েছে, রায়গঞ্জের এক বাসিন্দা তুহিন চন্দ্র ২০০০ সালে ১ জানুয়ারি একটি ঠিকানায় স্পিড পোস্ট করেন৷ স্পিড পোস্ট করার সময় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় তা পৌঁছে যাওয়ার আশ্বাস মেলে৷ কিন্তু সেই চিঠি পৌঁছাতে সময় লেগে গেল প্রায় ১৯ বছর৷ ১৯ বছর পর চিঠি পৌঁছে যাওয়ার একটি এসএমএসও তিনি পেয়েছেন৷ সেখানে বলা হয়েছে, ২০০০ সালের ১ জানুয়ারি পাঠানো চিঠি চলতি বছর ১১ সেপ্টেম্বর ডেলিভারি করা হয়েছে৷ নিজের মোবাইলে এখানে এসএমএস দেখে স্তম্ভিত তুহিনবাবু৷

সংবাদমাধ্যমে তুহিনবাবু জানান, ২০০০ সালে তিনি নববর্ষের শুভেচ্ছা পাঠিয়ে তাঁর এক বন্ধুকে চিঠি পাঠান৷ কিন্তু সেই চিঠি পাঠানোর পর আর কোনও সন্ধান পাননি তিনি৷ কিন্তু সম্প্রতি একটি এসএমএস তাঁকে চমকে দিয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে,এটি৩৩৬৬৬৭৮৫৪ নম্বরের গত গত পয়লা জানুয়ারি 2000 সালে বুক করা ওই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে গত ১১ সেপ্টেম্বর ২০১৯ সালে৷ আর এই ১৯ বছর পর চিঠি পৌঁছে যাওয়ার ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছেন ওই ব্যবসায়ী৷ দু’দিনের মধ্যে প্রাপকের কাছে চিঠি পৌঁছে যাওয়ার কথা থাকলেও কেন ১৯ বছর লেগে গেল? ভারতীয় ডাক বিভাগ অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *