নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস বাম নেতৃত্বের

নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আশ্বাস বাম নেতৃত্বের

কলকাতা:  মারণ করোনার মোকাবিলায় রাজ্য সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বিরোধী বামফ্রন্ট। মঙ্গলবার নবান্নে গিয়ে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন বিমান বসু সহ সব বাম শরিকদের নিয়ে গঠিত প্রতিনিধি দল। ২০১৪ সালের লোকসভা ভোটের পর বিমান বসুর নেতৃত্বে বাম প্রতিনিধি দলের নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চা, ফিশ ফ্রাই, সন্দেশ সহয়োগে বৈঠক করেছিলেন৷ যা  নিয়ে দীর্ঘ দিন বিতর্কের রেশ অব্যাহত ছিল।

তার প্রায় ছ’বছর পর আবার করোনা মোকাবিলায় নানা পরামর্শ ও দাবি নিয়ে নবান্নে হাজির হলেন রাজ্য বাম নেতৃত্ব। ওই দলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, ফরওয়ার্ড ব্লক নেতা মনোজ ভট্টাচার্য, আরএসপি নেতা নরেন চট্টোপাধ্যায়-সহ অন্য বাম নেতারা। বামেরা একটি দাবিপত্র তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। পরে আলোচনায় বামফ্রন্টের তরফে করোনা মোকাবিলায় রাজ্যকে সবরকম সহায্যের আশ্বাস দেওয়া হয়।

করোনার সংক্রমণ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। মারণ ভাইরাসের মোকাবিলায় একদিকে কেন্দ্রীয় সরকার ও অন্যদিকে রাজ্য সরকারগুলি কোমর বেঁধে কাজ করছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে চলছে সামাজিক দবরত্ব বজায় রাখার কৌশল। সোমবারই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।সেই মতো বামেদেরও সময় দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে নবান্নে বামেদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় বামেরাও একটি দাবিপত্র তুলে দেয় মুখ্যমন্ত্রীর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *