রণক্ষেত্র হওড়া, বাংলাজুড়ে আদালত বন্ধের হুমকি আইনজীবীদের

হাওড়া: পুরসভা চত্বরে উকিলদের বাইক পার্ক করা নিয়ে বচসার জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া আদালত চত্বর। এদিন সকালে হাওড়া পুরসভার কর্মী ও আইনজীবীদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। দ্রুত তা রূপান্তরিত হয় ইট ছোঁড়াছুড়িতে। ইটের ঘায়ে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন৷ পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুর-কর্মীদের উপর লাঠিচার্জ পুলিশের৷

রণক্ষেত্র হওড়া, বাংলাজুড়ে আদালত বন্ধের হুমকি আইনজীবীদের

হাওড়া: পুরসভা চত্বরে উকিলদের বাইক পার্ক করা নিয়ে বচসার জেরে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া আদালত চত্বর। এদিন সকালে হাওড়া পুরসভার কর্মী ও আইনজীবীদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়। দ্রুত তা রূপান্তরিত হয় ইট ছোঁড়াছুড়িতে। ইটের ঘায়ে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন৷

পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুর-কর্মীদের উপর লাঠিচার্জ পুলিশের৷ আইনজীবীদের সঙ্গে বচসা৷ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে ব়্যাফ৷ অভিযুক্ত পুরকর্মীদের শাস্তির দাবিতে আইনজীবীরা বিক্ষোভ দেখান৷ করা হয় পথ অবরোধ৷ একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ রায়ও। কিন্তু, তাকেও কমানো যায়নি উত্তেজনা৷ পরে, আইনজীবীদের তরফে বেশ কয়েকটি আদালতে কর্মবিরতি পালন করেন৷ এই ঘটনার প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে বার কাউন্সিলের প্রতিনিধিরা৷ আইনজীবীদের একাংশের দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বাংলাজুড়ে আদালতের কাজ স্তব্ধ করে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 2 =