কলকাতা: সপ্তম দফা নির্বাচনের আগে আরও কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে বেঙ্গল চেম্বার অব কমার্সে দিনভর দফায় দফায় বৈঠক। রয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষক সহ জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকরা।
সপ্তম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় বিশেষ নজর কমিশনের। এই বৈঠকে নিরাপত্তা ও ভিভিপ্যাট সংক্রান্ত বিষয়গুলিকে খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি ভিভিপ্যাট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত কীভাবে মেটানো যায়, তা খতিয়ে দেখছে কমিশন।
এছাড়া ঠিকভাবে নিজেদের কাজ করতে পারছে না কুইক রেসপন্স টিম। অভিযোগ কোথাও কোনও অশান্তি হলে সেখানে রাজ্য পুলিস না থাকায় সমস্যা সমাধান করতে পারছে না তারা। কলকাতায় ভোট হওয়ার ক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিসের সঙ্গে কিভাবে যোগাযোগ থাকবে সেদিকটিও নজরে রয়েছে কমিশনের।