ফনির গতিপথের শেষ মুহূর্তের ছবি প্রকাশ মৌসম ভবনের

কলকাতা: আসছে ফনি৷ কলকাতা থেকে ২৫০ কিমি দূরে৷ দীঘা থেকে ১২০ কিমি দূরে ফনি৷ ওড়িশার শেষ প্রান্ত হয়ে বাংলায় আসছে ঘূর্ণিঝড়৷ ফনির জেরে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে৷ মধ্যরাতে তীব্র হতে পারে ঝড়ের প্রভাব৷ ফলে, গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন৷ কিছুক্ষণ আগে ফনির গতিপথের ছবি প্রকাশ করেছে মৌসম ভবন৷ দেখুন সেই ছবি৷ ঘূর্ণিঝড় ‘ফনি’র

ফনির গতিপথের শেষ মুহূর্তের ছবি প্রকাশ মৌসম ভবনের

কলকাতা: আসছে ফনি৷ কলকাতা থেকে ২৫০ কিমি দূরে৷ দীঘা থেকে ১২০ কিমি দূরে ফনি৷ ওড়িশার শেষ প্রান্ত  হয়ে বাংলায় আসছে ঘূর্ণিঝড়৷ ফনির জেরে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে৷ মধ্যরাতে তীব্র হতে পারে ঝড়ের প্রভাব৷ ফলে, গুজবে কান না দিয়ে সতর্ক থাকুন৷

কিছুক্ষণ আগে ফনির গতিপথের ছবি প্রকাশ করেছে মৌসম ভবন৷ দেখুন সেই ছবি৷

ফনির গতিপথের শেষ মুহূর্তের ছবি প্রকাশ মৌসম ভবনের

ঘূর্ণিঝড় ‘ফনি’র তাণ্ডবে ইতিমধ্যেই লন্ডভন্ড হয়ে গিয়েছে ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। সকাল আটটা নাগাদ পুরীতে আছড়ে পড়ে৷ ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০-১৯০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিমি৷ ঝড়ের গতিবেগ ক্রমশ কমছে৷ ওড়িশার পর বাংলার দিকে অভিমুখ ঘূর্ণিঝড় ফনির৷ আজ মাঝরাত থেকে কাকভোরে বাংলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বাংলায় আছড়ে পড়তে পারে ফণী। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১৫ কিমি। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ আর কিছু সময় পরক পরেই এরাজ্যে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় ফনি৷ পুরী থেকে স্থলভাগের উপর দিয়ে দুই মেদিনীপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝড়বৃষ্টি। পরে ঝাড়গ্রাম, নদিয়া হয়ে বাংলাদেশের দিকে ঘুরে যাবে ফনি৷ আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *