কলকাতা : গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে সাংসদ কোটার ১২৪ কোটি ২৭ লাখ টাকা খরচ হয়নি। সাংসদদের এলাকা উন্নয়ন কোটায় এসেছিল ৯২৮ কোটি ৯ লাখ টাকা। তারমধ্যে খরচ হয়েছে ৮০৩ কোটি ৭৬ লাখ টাকা। মোট টাকার তা ৯৩.৪৬ শতাংশ। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তথ্য অনুসারে, রাজ্যের ৪২টি কেন্দ্রের জন্য বরাদ্দ ছিল ১০৫৫ কোটি টাকা। কেন্দ্র দিয়েছে ৮০৬ কোটি। সুদসহ তা দাঁড়িয়েছিল ৯২৮ কোটিতে। মন্ত্রক জানাচ্ছে, সাংসদরা শুধু কাজের প্রস্তাব করে থাকেন। তারপর জেলা প্রশাসন সেই কাজ অনুমোদন ও বাস্তবায়িত করে। সাংসদদের জমে থাকা প্রকল্পের মোট খরচ ১০৫৫ কোটি ২৪ লাখ টাকা।
