কলকাতা: রাজ্যে চলছে গণতন্ত্রের উৎসব। একুশের বিধানসভা নির্বাচন। কিন্তু তার মাঝেই বারবার বাধ সাধছে রাজ্যে বাড়তে থাকা ভয়াবহ করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ সম্পন্ন হল। বাকি আর মাত্র দুই দফায় নির্বাচন। তাই সপ্তম ও অষ্টম দফার ভোটগ্রহণ একই দিনে করা যায় কিনা তা আরও একবার খতিয়ে দেখতে চায় নির্বাচন কমিশন। এই নিয়ে শুক্রবার বৈঠকে বসবে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ।
এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার নির্বাচনের বাকি দফাগুলি একসঙ্গে করার আর্জি জানানো হয়েছিল কমিশনের দফতরে। বুধবার সেই আর্জি খারিজ করে দিয়ে তৃণমূল সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে চিঠিও দিয়েছিল কমিশন। চিঠিতে জানানো হয়েছিল, “নির্বাচন একটি বিশাল বড় প্রক্রিয়া। তার জন্য অনেকদিন আগে থেকে পরিকল্পনা করতে হয়। হঠাৎ করে দুই বা তিন দফার নির্বাচন একই দিনে করার মত এত বড় রদবদল করা সম্ভব নয়।” যদিও বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে যে, রাজ্যের বর্ধিত করোনা পরিস্থিতিকে সামনে রেখে বাকি নির্বাচন এক দফায় করা যায় কিনা তা আরও একবার খতিয়ে দেখতে চায় কমিশন।
এই নিয়ে শুক্রবার বিকেল চারটের সময় ভিডিও কনফারেন্স করে বৈঠকে বসবে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। এমনটাই জানা গিয়েছে কমিশন সূত্রে। পাশাপাশি, দাবি নাকচ করার চিঠি পেয়েও হাল ছাড়েনি রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফের শেষ দুই দফার নির্বাচন একসঙ্গে করার অনুরোধ করা হয়েছে কমিশনকে।