কলকাতা: প্রায় ৩ মাস পর আগামী সপ্তাহ থেকে খুলছে কলকাতা হাইকোর্টের বন্ধ দরজা৷ তবে পরীক্ষামুলকভাবে আদালতের খুলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী সপ্তাহে আদালত খুললেও বেশ কিছু বিধিনিষেধ থাকছে৷
জানা গিয়েছে, আগামী ১১ জুন এক দিনের জন্য খোলা হবে কলকাতা হাইকোর্ট৷ পরীক্ষামুলকভাবে খোলা হবে হাইকোর্টের দরজা৷ হাইকোর্ট প্রশাসক সূত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সপ্তাহে বৃহস্পতিবার খুলবে কলকাতা হাইকোর্ট৷ বৃহস্পতিবারের পর পরবর্তী সপ্তাহে ১৫ জুন, ১৭ জুন, ১৯ জুন পৃথক পৃথকভাবে আদালত খোলা হবে৷ আগাম জামিন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে৷ যথাসম্ভব কম সংখ্যক আইনজীবী, কর্মচারীর উপস্থিতিতে শুনানি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ করোনা বিধি মেনে হবে শুনানি৷
পরীক্ষামূলক ভাবে কলকাতা হাইকোর্ট খোলার পর আদালত কর্তৃপক্ষ যদি মনে করে, পরিস্থিতি উন্নতি হচ্ছে কিংবা করোনা সতর্কতা বজায় রেখে মামলার শুনানি করা সম্ভব হচ্ছে, তাহলে বাকি এজলাসগুলি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ একইসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের বলা হচ্ছে, তাঁরা যেন করোনা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলেন৷ সমস্ত বিধি মেনে আগামী সপ্তাহে ১১ তারিখ খুলবে কলকাতা হাইকোর্ট৷ তবে চারদিন আদালত খুললেও শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে৷
করোনা রুখতে লকডাউন ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই কলকাতা হাইকোর্ট কাজকর্ম কার্যত স্থগিত করে দেওয়া হয়৷ কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়৷ মামলার চাপ কমাতে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজন করা হয়৷ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতদিন শুনানি হয়ে এসেছে৷ এবার ধাপে ধাপে কম সংখ্যায় আইনজীবী, কর্মচারীদের উপস্থিতিতে মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টের৷