Aajbikel

রবীন্দ্র সরোবরেই হোক ছট পুজো, সুপ্রিম কোর্টে যাচ্ছে পুরসভা! ভর্ৎসনা পরিবেশ আদালতে

 | 
রবীন্দ্র সরোবরেই হোক ছট পুজো, সুপ্রিম কোর্টে যাচ্ছে পুরসভা! ভর্ৎসনা পরিবেশ আদালতে

কলকাতা: পরিবেশকে বাজি ভোট দখলের কৌশল? পরিবেশ আদালতে ফের ভর্ৎসনার স্বীকার রাজ্য প্রকাশন৷ রবীন্দ্র সরোবরে ছট পুজো করার আবেদন খারিজ করে আর কড়া নির্দেশ পরিবেশ আদালতের৷ পরিবেশকে বাজি রেখে কোনভাবেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করতে দেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আদালত৷ পরিবেশ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে পুরসভা, জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷

স্থানীয় জনতার ধর্মীয় বিশ্বাসকে প্রাধান্য দিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজো করার অনুমতি চেয়ে পরিবেশ আদালতে আবেদন জানিয়েছিল কলকাতা পুরসভা৷ আবেদন খারিজ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল৷ আজ কেএমডিএর আবেদনের পরিপ্রেক্ষিতে ছিল মামলার শুনানি৷ সেখানে কলকাতা পুরসভার তরফে ছট পুজোর দিনে রবীন্দ্র সরোবর ব্যবহার করার আবেদন জানানো হয়৷ আবেদনে পরিষ্কার বলা হয়েছিল, শর্তসাপেক্ষে সরবরে ছট পুজো করার অনুমতি দেওয়া হোক৷ অনুষ্ঠানের পর আবার সরবরকে যথাস্থানে ফিরিয়ে দেওয়ার সমস্ত রকমের উদ্যোগ নেওয়া হবে৷ কিন্তু, রবীন্দ্র সরোবরে দূষণ রুখতে কলকাতা পুরসভার সেই আবেদন অগ্রাহ্য করেনি আদালত৷ কেননা, রবীন্দ্র সরোবরের জলে মেনে পুজোর আয়োজন, পুজোর উপকরণ জলে মিশলে দূষণ ছড়াতে পারে৷ ধর্মীয় আবেগের কাছে পরিবেশকে বাজি রাখা যায় না বলেও তোলা হয়েছে দাবি৷ পরিবেশের কথা মাথায় রেখে পুরসভার আর্জি খারিজ করে দিয়েছে আদালত৷ আদালতে পুরসভার আর্জি খারিজ হওয়ায় রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবে না৷ তবে, এবার মামলা গড়াচ্ছে সপ্রিম কোর্টে৷

যদিও এর আগেও পরিবেশ আদালত তরফের সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, কোন ভাবেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবে না৷ কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তায়  রবীন্দ্র সরোবরের গেট ভেঙে পুজোর নামে কার্যত তাণ্ডব চালানোর দৃশ্য দেখেছিল গোটা বাংলা৷ এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আদালতের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পরিবেশ কর্মীদের একাংশ৷ তবে, পরিবেশ আদালতে ধাক্কা খাওয়ার পর রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে পুরসভা৷

শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন করার পুরসভার আর্জি খারিজ হতেই বড়সড় জয় দেখছেন পরিবেশবিদদের একাংশ৷ কেননা, কলকাতার অন্যতম ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর বাঁচাতে পরিবেশ কর্মীদের একাংশ আদালতের দ্বারস্থ হন৷ দীর্ঘ মামলার পর পরিবেশ আদালতের তরফ রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ কিন্তু সেই নির্দেশ অমান্য করে গত বছর অবলীলায় চলেছিল ছট পুজোর আয়োজন৷ মামলার রায় ঘোষণায় বিচারপতিরা সাফ জানিয়ে দিয়েছেন, রবীন্দ্র সরোবরের কোনভাবেই ছট পুজো করা চলবে না, আগেও যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এবারও বহাল থাকবে৷ কিন্তু, বিধিনিষেধ সত্ত্বেও গত দু'বছর ধরে ছট পুজো করার নামে বেপরোয়া তাণ্ডব দেখে গোটা বাংলা৷ লঙ্ঘিত হয়েছে আদালতের নির্দেশ৷ পুলিশের সামনেই চলেছিল গোটা ঘটনা৷ এবার কী হবে? আদোরাতে উদ্বেগ পরিবেশ কর্মীদের৷

Around The Web

Trending News

You May like