জলপাইগুড়ি: ফের বনদপ্তর এর পাতা খাচায় ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ।আতঙ্ক মুক্ত হলো চা বাগানের শ্রমিকরা। ডুয়ার্সের হলদি বাড়ি চা-বাগানে চব্বিশ নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছিল খাঁচা। সেই খাচাতেই ধরা পরলো পূর্ন বয়স্ক চিতাবাঘ।
বেশ কিছুদিন থেকেই বাগানের মধ্যে চিতা বাঘটিকে ঘুরে বেড়াতে দেখছিলেন বাগানের শ্রমিকরা। যার ফলে আতঙ্কে বাগানে কাজ করতে যেতে ভয় পাচ্ছিলেন শ্রমিকরা। তাই চা বাগান কর্তিপক্ষের তরফে বাঘ ধরার খাঁচা পাতার কথা বলা হয়েছিলো বনদপ্তরকে। সেই মত বিন্নাগুড়ি বন্যপ্রানী স্কোয়াডের তরফে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা। সেই খাঁচাতেই চার দিন পর ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ। এর আগেও বেশ কয়েকটি চিতা বাঘ এই বাগান থেকে ধরা পড়েছে। এমন কি চিতা বাঘের হামলায় আহত হয়েছিলে বেশ কয়েক জন শ্রমিক। চিতাবাঘ টিকে নিয়ে যাওয়া হচ্ছে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর গরুমারা জাতীয় উদ্যান এছাড়া হবে।
বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় বলেন, গত ২৪ তারিখ ছাগলের টোপ দিয়ে খাচা পাতা হয়েছিল। তাতেই ধরা পরেছে পূর্ন বয়স্ক পুরুষ চিতা বাঘ। নিয়ে যাওয়া হচ্ছে গরুমারা সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষার পর জঙ্গলে ছাড়া হবে।