‘প্রতিবন্ধী’দের বিক্ষোভে কাঁপল জেলাশাসকের দপ্তর

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে সোমবার প্রতিবন্ধীদের মিছিল। সূর্য মধ্য গগনে। তালু গরম করা গনগনে আঁচ। গলগল করে ঝরছে ঘাম। কারো নেই হাতে শক্তি, কারো আবার অকেজো পা, কেউ কোনোমতে ক্রাচে ভর দিয়ে ছুটছেন, কেউ বা আবার হামাগুড়ি দিচ্ছেন। শত প্রতিবন্ধকতা। তবু দমেনি ‘প্রতিবন্ধী’দের তেজ। সেই তেজেই উত্তাল হয়েছে সিউড়ি। কেঁপেছে জেলাশাসকের দপ্তর। প্রতিবন্ধীদের আটকাতে

‘প্রতিবন্ধী’দের বিক্ষোভে কাঁপল জেলাশাসকের দপ্তর

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে সোমবার প্রতিবন্ধীদের মিছিল। সূর্য মধ্য গগনে। তালু গরম করা গনগনে আঁচ। গলগল করে ঝরছে ঘাম। কারো নেই হাতে শক্তি, কারো আবার অকেজো পা, কেউ কোনোমতে ক্রাচে ভর দিয়ে ছুটছেন, কেউ বা আবার হামাগুড়ি দিচ্ছেন। শত প্রতিবন্ধকতা। তবু দমেনি ‘প্রতিবন্ধী’দের তেজ। সেই তেজেই উত্তাল হয়েছে সিউড়ি। কেঁপেছে জেলাশাসকের দপ্তর।

প্রতিবন্ধীদের আটকাতে পুলিশের বল প্রয়োগ আরো জেদ বাড়ায় প্রতিবন্ধীদের। পুলিশের সাথে রীতিমত ধস্তাধস্তি হয়েছে পুরোদমে। অধিকার আদায়ে মরিয়া প্রতিবন্ধী মানুষগুলো অশক্ত শরীরেও সমানে ‘লড়াই’ করেছে পুলিশের সাথে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে সোমবার প্রতিবন্ধীদের বিশাল মিছিল থেকে আওয়াজ উঠেছে, প্রতিবন্ধী আইন ২০১৬ অবিলম্বে কার্যকর করতে হবে। না মানলে দিতে হবে জেল ও জরিমানা। বিশাল মিছিল শেষে জেলাশাসকের দপ্তরে ৩০ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিয়েছেন। প্রতিবন্ধী মানুষেরা তীব্র ক্ষোভের সাথে জানিয়েছেন, আমরা দয়া বা ভিক্ষা চাই না, চাই অধিকার। বন্ধ হোক প্রতিবন্ধীদের সাথে প্রতারণা। আইন মেনে প্রাপ্য অধিকার না পেলে হবে আরও বড় আন্দোলন। প্রতিবন্ধীদের দাবি, পরিসংখ্যানগত রেজিস্টার করতে হবে, আবাস যোজনায় সংরক্ষণ করতে হবে, একশো দিনের কাজ দিতে হবে, বিপিএল তালিকাভুক্ত করতে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, প্রতিবন্ধী অধিকার আইন মোতাবেক জমির পাট্টা দিতে হবে, প্রতিবন্ধীদের নিয়ে সেল্ফ হেল্প গ্রুপ করতে হবে, মানবিক ভাতা দিতে হবে, দিতে হবে প্রতিবন্ধী শংসাপত্র প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *