বাঁকুড়া: ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যাওয়া হল না! তার আগেই সর্পাঘাতে মৃত্যু হল পেশায় সেনা কর্মী শিবপ্রসাদ কুণ্ডুর। ওন্দার সানতোড় গ্রাম পঞ্চায়েতের ওলা গ্রামের ঘটনা৷
সেনা কর্মীর পরিবার সূত্রে খবর, ২০০৩ সালে সেনা বাহিনীতে যোগ দেন শিবপ্রসাদ কুণ্ডু। গত ৭ জুলাই কর্মস্থল সিকিমের গ্যাংটক থেকে ছুটি নিয়ে সপরিবারে বাড়ি ফেরেন। গত ৬ আগষ্ট ছুটি শেষ করে তাঁর নতুন কর্মস্থল লে’তে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওই দিন দুপুরেই ভাইয়ের দোকানের সামনে সাপে কামড়ায় তাঁকে। পরিবারের তরফে তড়িঘড়ি তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পানাগড় হয়ে কলকাতার কমাণ্ডো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার মৃত্যু হয় মাত্র ৩৯ বছর বয়সী এই সেনা জওয়ানের। এই খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকালে প্রয়াত সেনা জওয়ান শিবপ্রসাদ কুণ্ডুর কফিনবন্দী মৃতদেহ গ্রামে পৌঁছায়। ঘরের ছেলেকে একবার চোখের দেখা দেখতে তখন পুরো এলাকার মানুষ জড় হয়েছেন তাঁদের বাড়িতে। সরকারি নিয়ম মেনে সেনাবাহিনীর তরফে মৃতের পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। বাড়ি থেকে দীর্ঘ শোক মিছিল স্থানীয় শ্মশানে পৌঁছায়। সেখানে তাঁর সহকর্মীরা গার্ড অব অনার দিয়ে শ্রদ্ধা জানান। মৃত সেনা জওয়ান শিবপ্রসাদ কুণ্ডুর বাবা, মা, স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে, ভাই ও ভাইয়ের স্ত্রী রয়েছেন বলে জানা গিয়েছে?