এবার প্রতিশ্রুতিরক্ষার পালা, আরও এক কদম এগিয়ে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু করল সেচ দফতর

ঘাটাল:  কথা দিয়েছিলেন ভোটে জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান হবে৷ লোকসভা ভোটের ফলঘোষণার দু’সপ্তাহ পরে প্রতিশ্রুতি পালনের পথে দেব৷ তৃণমূলের তারকা সাংসদের লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল…

ঘাটাল:  কথা দিয়েছিলেন ভোটে জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান হবে৷ লোকসভা ভোটের ফলঘোষণার দু’সপ্তাহ পরে প্রতিশ্রুতি পালনের পথে দেব৷ তৃণমূলের তারকা সাংসদের লোকসভা কেন্দ্রে শুরু হয়ে গেল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণের তোড়জোড়। গত ১২ জুন সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন দেব৷ প্রশাসনের একটি সূত্রে খবর, সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার পরেই সেচ দফতরের আধিকারিকরা পৌঁছে গেলেন ঘাটালে।

 

ফি বছর বর্ষায় প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ণ অংশ। এ বার বন্যার জলের চাপ কমাতে প্রথমেই দাসপুরের দু’টি সেচ খাল— চন্দেশ্বর এবং শোলাটোপা খাল সংস্কারের কাজ শুরু হবে বলেও জানান দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *