কলকাতা: গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় নৌ-সেনা। বুধবার নৌ-সেনা’র এক কর্তা জানান, ভারতীয় নৌ-সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা গঙ্গাসাগরের বিভিন্ন অঞ্চলে দল করে থাকবেন। কোনও অপ্রীতিকর ঘটনায় এড়াতে সহায়তা করবে নৌ-সেনা৷
গঙ্গাসাগর মেলায় কমপক্ষে ১৮ লক্ষ থেকে ২০ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা৷ “প্রতি বছরের মতোই এই বছরেও মেলা চলাকালীন ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি নৌ-সেনা’র প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা ছড়িয়ে থাকবেন মেলা চত্বর জুড়ে৷’’ এছাড়াও, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরাও এখানে থাকবেন বলে জানা গিয়েছে৷ একদিকে গঙ্গা আরেকদিকে মুড়িগঙ্গার মাঝখানে এই সাগরদ্বীপ৷ দ্বীপটির তৃতীয় দিকের মুখটি সরাসরি সমুদ্রের সঙ্গে যুক্ত৷