ঘূর্ণিঝড় পিথাই-এর প্রভাব এবার বাংলায়, আজই আছড়ে পড়ার আশঙ্কা

কলকাতা: আজ সোমবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস আগেই দিয়ে হাওয়া অফিস৷ এবার, পূর্বাভাস মিলিয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার আকাশেও৷ ঘূর্ণিঝড় পিথাইয়ের জেরে মাঝ ডিসেম্বরে উধাও শীতের প্রভাব৷ হাওয়া অফিসের পূর্বাভাস, শীতের প্রভাব থামিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বঙ্গোপসাগরে একটু একটু করে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফেতাই৷ তার জেরেই আবহাওয়ার এমন

ঘূর্ণিঝড় পিথাই-এর প্রভাব এবার বাংলায়, আজই আছড়ে পড়ার আশঙ্কা

কলকাতা: আজ সোমবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস আগেই দিয়ে হাওয়া অফিস৷ এবার, পূর্বাভাস মিলিয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার আকাশেও৷ ঘূর্ণিঝড় পিথাইয়ের জেরে মাঝ ডিসেম্বরে উধাও শীতের প্রভাব৷ হাওয়া অফিসের পূর্বাভাস, শীতের প্রভাব থামিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বঙ্গোপসাগরে একটু একটু করে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ফেতাই৷ তার জেরেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা৷ দুর্যোগ কাটার পর উত্তুরে হাওয়ার দাপট বাড়লে তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সোমবার সকাল থেকে ধীরে ধীরে চেন্নাই থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্বে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেতাই৷ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে৷ ঘূর্ণিঝড় পিথাই প্রথমে অন্ধ্রের মছলিপত্তনম ও কাঁকিনাড়ায় ঝড় আছড়ে পড়বে৷ পিথাইয়ের জেরেই আবহাওয়ায় এই মুহূর্তে খামখেলিপনা দেখাবে৷ বাংলায় শীতের দাপট থামিয়ে চলবে বৃষ্টি৷ আগামী কয়েকদিন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে৷ দুর্যোগ কাটলেই শীত ফিরবে বলেই জানিয়েছে হাওয়া অফিসের কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =