বউদি-দেওয়রের অবৈধ সম্পর্ক, ধরে ফেলতেই চরম পরিণতি যুগলের

সবং: সম্পর্ক জানাজানি হতেই বউদির সঙ্গে আত্মঘাতী দেওয়র৷ পশ্চিম মেদিনীপুর সবংয়ে ঘটনা৷ মঙ্গলবার সকালে মৃত গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা৷ যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পান বোরজের সামনে একটি গাছে দুজনকেই একসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়৷ এরপর স্থানীয়রা থানায় খবর দেওয়া হয়৷ পরে ঘটনাস্থলে পৌঁছায় সবং থানার পুলিশ৷

বউদি-দেওয়রের অবৈধ সম্পর্ক, ধরে ফেলতেই চরম পরিণতি যুগলের

সবং: সম্পর্ক জানাজানি হতেই বউদির সঙ্গে আত্মঘাতী দেওয়র৷ পশ্চিম মেদিনীপুর সবংয়ে ঘটনা৷ মঙ্গলবার সকালে মৃত গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা৷ যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পান বোরজের সামনে একটি গাছে দুজনকেই একসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়৷ এরপর স্থানীয়রা থানায় খবর দেওয়া হয়৷ পরে ঘটনাস্থলে পৌঁছায় সবং থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপালপুর গ্রামের তন্ময় মাইতি (২৫) নামে এক যুবকের সঙ্গে আমদা গ্রামের গৃহবধূ, সম্পর্কে বউদি সুচিত্রা মাইতির (২৩) সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল৷ প্রায় তিন চার বছর ধরে চলছিল এই সম্পর্ক৷ এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে বহুবার গন্ডগোল হয়৷ বহু বার বাধা দেওয়ার পরেও শোনেনি কেউই৷ বাড়ির লোকেরা স্বীকার করেছে, যে দুজনের সম্পর্ক ছিল৷ উভয়ের সম্পর্ক নিয়ে বিবাদের কারণে সবং থানায় অভিযোগও দায়ের হয়৷ কিন্তু, তাতেও সমস্যার সমাধান হয়নি৷ উল্টে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন তাঁরা, অভিযোগ স্থানীয়দের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =