মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে স্বামীকে খুন, অপরাধ স্বীকার অনিন্দিতার

কলকাতা: গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে নিউটাউনে আইনজীবী রজত দেকে খুন করা হয়েছে বলে জেরায় কবুল করেছেন স্ত্রী অনিন্দিতা পাল দে, এমনটাই পুলিস সূত্রের দাবি। গত ২৪ নভেম্বর, শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করার সময় পরকীয়ার সন্দেহ ও পরে ঘুমনো নিয়ে অশান্তি থেকেই স্বামী-স্ত্রীর গণ্ডগোলের সূত্রপাত। বচসা চলাকালীন রজতবাবু গলায় বিছানার চাদর জড়িয়ে আত্মহত্যার

মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে স্বামীকে খুন, অপরাধ স্বীকার অনিন্দিতার

কলকাতা: গলায় মোবাইল চার্জারের তার পেঁচিয়ে নিউটাউনে আইনজীবী রজত দেকে খুন করা হয়েছে বলে জেরায় কবুল করেছেন স্ত্রী অনিন্দিতা পাল দে, এমনটাই পুলিস সূত্রের দাবি। গত ২৪ নভেম্বর, শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করার সময় পরকীয়ার সন্দেহ ও পরে ঘুমনো নিয়ে অশান্তি থেকেই স্বামী-স্ত্রীর গণ্ডগোলের সূত্রপাত। বচসা চলাকালীন রজতবাবু গলায় বিছানার চাদর জড়িয়ে আত্মহত্যার হুমকি দেন। পুলিস জানিয়েছে, সেসময় রাগবশত তিনি স্বামীর গলায় চার্জারের তার পেঁচিয়ে ধরায় রজতবাবুর মৃত্যু হয়। পুলিসের সন্দেহ, এই ঘটনায় বারবার অনিন্দিতা বয়ান বদল করায় এখন খুনের কথা স্বীকার করলেও পরে ফের তিনি বয়ান বদল করতে পারেন। তদন্তে এখন জোর দেওয়া হচ্ছে খুনের উদ্দেশ্যর উপর। রবিবার ধৃত অনিন্দিতাকে বারাসত জেলা আদালতে তোলা হয়। তাঁর আটদিনের পুলিস হেফাজত হয়েছে। এখন অনিন্দিতার বয়ান অনুযায়ী দ্রুত ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − one =