জয়নগর: একদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যখন একাধিক অভিযোগ উঠছে, তখন জয়নগরে মানবিক মুখ দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর। এদিন জয়নগর-মজিলপুর পুরসভা এলাকার বিভিন্ন বুথে দেখা গেল, প্রবীণদের হাত ধরে বুথে পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
তাঁদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, সেই জন্য লাইনে দাঁড়িয়ে থাকা যুবক-যুবতীদের কাছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই অনুরোধ করছেন, প্রবীণকে আগে ছেড়ে দেওয়ার জন্য। আবার তাঁদের ভোট দেওয়া হয়ে গেলে তাঁদের টোটো বা রিকশয় চাপিয়ে দেওয়ার দায়িত্বও নিচ্ছেন তাঁরা। এদিন মঙ্গলা সামন্ত নামে এক বৃদ্ধা লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন। তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলেন, তাঁর শরীর খারাপ লাগছে।
তাঁর অসুস্থতার কথা শুনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে দ্রুত ভোট দেওয়ানোর ব্যবস্থা করেন। তবে এদিন জয়নগর কেন্দ্রের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের দৃশ্য চোখে পড়েছে। দু’জনের বেশি বাইকে গেলেই পুলিস তাঁদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।