হাওড়া শাখায় ট্রেন চলাচলে চূড়ান্ত বিপত্তির আশঙ্কা

হওড়া: ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করবে পূর্ব রেল। তারা জানিয়েছে, হাওড়া বিভাগের ভেদিয়া এবং বোলপুর স্টেশনের মধ্যে থাকা ব্রিজে রক্ষণাবেক্ষণের জন্য মোট ৬৮০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে আগামী ২৮ এপ্রিল। ব্লক শুরু হবে রাত দু’টোয়। তার জন্য বর্ধমান-তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-রামপুরহাট মেমু সহ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়াও, ওই

57a68e7bdc061c79ea0cbfdc85190120

হাওড়া শাখায় ট্রেন চলাচলে চূড়ান্ত বিপত্তির আশঙ্কা

হওড়া: ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করবে পূর্ব রেল। তারা জানিয়েছে, হাওড়া বিভাগের ভেদিয়া এবং বোলপুর স্টেশনের মধ্যে থাকা ব্রিজে রক্ষণাবেক্ষণের জন্য মোট ৬৮০ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে আগামী ২৮ এপ্রিল। ব্লক শুরু হবে রাত দু’টোয়।

তার জন্য বর্ধমান-তিনপাহাড়-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-রামপুরহাট মেমু সহ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে। এছাড়াও, ওই দিনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আহমেদপুর-রামপুরহাট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনটি কাটোয়া, আহমেদপুর স্টেশনে দাঁড়াবে। এছাড়া, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *